আজকাল ওয়েবডেস্ক: সকালের দিকে রীতিমতো ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে এই পরিস্থিতি সাময়িক। হাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহে আবার কিছুটা বাড়বে তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ, সব জেলায় ছবিটা থাকবে এক রকম। ভোরের দিকে আকাশ মুখ ঢাকবে কুয়াশায়।
হাওয়া অফিস জানিয়েছে, বাংলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলায় রবি থেকে মঙ্গলবার ভোরবেলা আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন। দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে। জেলার সব জায়গায় যদিও কুয়াশা থাকবে না। আগামী দু’দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার হেরফের হবে না। গাঙ্গেয় বঙ্গের কোনও কোনও জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
উত্তরবঙ্গেও আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবি থেকে মঙ্গলবার ভোরে কুয়াশা থাকবে। দৃশ্যমানতা নামতে ২০০ মিটারে। দক্ষিণের মতো আগামী দু’দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রার হেরফের হবে না। কোনও কোনও জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকায় শনিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ডিগ্রি সেলসিয়াস ও ১৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস আরও জানিয়েছে, শুক্রবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে যায় ৭ ডিগ্রি সেলসিয়াসে।
