অতীশ সেন, ডুয়ার্স:‌ সরকারি জমি দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে রিডিং ক্লাবের ভবনে তালা ঝোলাল জেলাপরিষদ। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটা শহরের বাজার এলাকায় অবস্থিত শতাব্দী প্রাচীন ‘‌গয়েরকাটা রিডিং ক্লাব’‌। বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান করার জন্য ক্লাবেরই দখলে থাকা ক্লাব সংলগ্ন জমিতে একটি ভবন তৈরি করা শুরু হয়। জমিটির খাজনা বা ট্যাক্স ক্লাবের পক্ষ থেকেই দেওয়া হত। শুক্রবার জেলা পরিষদের কয়েকজন কর্মী গয়েরকাটা পৌঁছে ভবনটি তালা মেরে সিল করার উদ্যোগ নেন। তারা জানান এই জমিটির আসল মালিকানা জলপাইগুড়ি জেলা পরিষদের, ফলে সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কারণেই ভবনটি এদিন সিল করে দেওয়া হল। যদিও জেলা পরিষদের এই উদ্যোগে দেখা দিয়েছে বিতর্ক। গয়েরকাটা শহরে জেলা পরিষদের জমি ও হাটের জমিতে ব্যক্তি মালিকানায় বেশ কিছু দোকান নির্মিত হয়েছে। বানারহাট ব্লকের পূর্ত দপ্তর, সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, রেল, জাতীয় সড়ক কর্তৃপক্ষের দখল হওয়া জমি পুনঃরুদ্ধারে প্রশাসনের কোনও উদ্যোগ না থাকলেও হঠাৎ একটি ঐতিহ্যবাহী ক্লাবের ভবন সিল করতেই জেলা পরিষদ কেন উঠেপড়ে লাগলো, তা নিয়ে ক্লাবের কর্মকর্তাদের পাশাপাশি প্রশ্ন তুলছেন শহরবাসীরা। 



রিডিং ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল সাহা জানান, প্রায় দশ বছর ধরে ক্লাবের ভবনটি তৈরি করা হয়েছে। এতে সাধারণ মানুষের অর্থসাহায্যের পাশাপাশি মুখ্যমন্ত্রীর অর্থসাহায্যও কাজে লাগানো হয়েছে। তিনি বলেন, ক্লাবের দখলে থাকা জমিতে পঞ্চায়েত সমিতি থেকে স্টেজ হয়েছে, পঞ্চায়েতের পক্ষ থেকে শেড নির্মাণ করা হয়েছে, সেই সময় জেলাপরিষদ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। ফলে আমরা ভেবেছিলাম কাজ শুরুর জন্য এই ক্ষেত্রেও অনুমতি প্রয়োজন হবে না। পরবর্তীতে আমরা সমস্ত নিয়ম মেনে অনুমতির জন্য আবেদনও করেছিলাম। দশ বছর ধরে জেলা পরিষদ কোনও পদক্ষেপ না করে হঠাৎ ভবনটি সিল করে দেওয়ায় আমরা হতাশ। জেলা পরিষদের কর্মী অরুনাভ মৈত্র জানান জলপাইগুড়ি জেলার অতিরিক্ত জেলা শাসকের লিখিত অর্ডারের ভিত্তিতে ভবনটি সিল করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষকে বিল্ডিং এর প্ল্যান, খাজনার রসিদ সহ অন্যান্য তথ্যাদি জমা করার কথা বলা হয়েছে।