আজকাল ওয়েবডেস্ক: বিরিয়ানির দাম নিয়ে দর কষাকষি। আর সেই বিবাদ থেকেই রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার টিকিয়াপাড়া। হল ব্যাপক মারামারি ও মুহুর্মুহু বোমাবাজি। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত রবিবার রাতে টিকিয়াপাড়ার পাগলাগেট এলাকার একটি বিরিয়ানির দোকানে। রাত ১২টা নাগাদ কয়েকজন যুবক ওই দোকানে বিরিয়ানি কিনতে আসে। অভিযোগ, যুবকরা মত্ত অবস্থায় ছিল। বিরিয়ানির দাম নিয়ে দোকানির সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। দোকানি কম দামে বিরিয়ানি দিতে রাজি না হওয়ায় বচসা চরমে ওঠে। ওই যুবকরা দোকানিকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়ে এলাকা ছাড়ে। 

কিছুক্ষণ পরেই ওই যুবকরা আরও বেশ কিছু বহিরাগতকে নিয়ে এলাকায় ফিরে আসে এবং চড়াও হয়। দোকানিকে মারধর শুরু করলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে এগিয়ে আসেন। তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, বহিরাগতরা এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু করে। পর পর বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রাণভয়ে স্থানীয় বাসিন্দারা ঘরের দরজা–জানলা বন্ধ করে ভিতরে ঢুকে যান।

 খবর পেয়ে হাওড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধরপাকড় শুরু করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। বোমাবাজিতে বেশ কয়েকজন জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে একজন হাসপাতালে চিকিৎসাধীন, যার অবস্থা আশঙ্কাজনক। 

সামান্য খাবার কেনা নিয়ে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় স্তম্ভিত হাওড়াবাসী। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহল জারি রয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

‌‌