মিল্টন সেন, হুগলি: পান্ডুয়ার বেড়েলা কোচমালি বালিখাদ সংলগ্ন এলাকা থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণে গাঁজা।এলাকায় আরো অনেক মানুষ এই ব্যবসা করে বলে দাবী স্থানীয়দের। শনিবার রাতে পান্ডুয়ার বৈঁচির বেরেলার কোচমালী বালিখাদ সংলগ্ন এলাকার বিশ্বজিৎ ঢালী ওরফে ছোট্টু নামে এক যুবকের ভাড়াবাড়ি থেকে আনুমানিক প্রায় ৬০ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করে পুলিশ।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ বিশ্বজিৎ ঢালিকে গ্রেফতার করে।  শনিবার পান্ডুয়া থানার পুলিশ তদন্তের স্বার্থে ধৃতকে হেফাজতে চেয়ে চুঁচুড়া আদালতে পাঠাবে বলে জানা গেছে।ধৃতের বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত চলতি বছরের ১০ ই মার্চ মন্ডলাই ২ নম্বর বাজার এলাকা থেকে একশো কেজি গাঁজা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এ ছাড়াও ২২ শে সেপ্টেম্বর তারিখে স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে বৈঁচির হরাল থেকে এক কুইন্টালের বেশি গাঁজা উদ্ধার হয়েছিল। এবার পান্ডুয়ার বৈঁচির বেরেলা‌ কোচমালি বালিখাল সংলগ্ন এলাকা থেকে ৬০ কেজিরও বেশি গাজা উদ্ধার করল পুলিশ।

পুলিশ জানায় চারাবাগান এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ওরফে ছোটু নামে ওই ব্যক্তি  বালিখাদ সংলগ্ন এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে এই বেআইনি গাঁজার কারবারি চালাত। এ বিষয়ে আরও জানতে ধৃতকে হেফাজতে নেবে পুলিশ। এদিন পান্ডুয়ার বিডিও সেবন্তি বিশ্বাসের উপস্থিতিতে সরকারি নিয়ম মেনে এই বেআইনি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। এদিন কোচমালী বালিখাদ এলাকার বাসিন্দা মিতা ঢালি নামে এক মহিলা দাবী করেন,এই এলাকায় আরো অনেকে এই ব্যবসা করে।