আজকাল ওয়েবডেস্ক: আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ও সরস্বতী পুজো। অথচ ওই একই দিনে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main-2026) পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল। ওই দিনেই প্রবেশিকা পরীক্ষার মত গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন ধার্য করা নিয়ে বাংলায় তীব্র প্রতিক্রিয়াও দেখা যায়। তবে বৃহস্পতিবার বিকেলে কিছুটা স্বস্তির খবর। স্বস্তি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি পোস্টে।
বৃহস্পতিবার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করেন। লেখেন, তাঁর হস্তক্ষেপের কারণেই ভারত সরকার/জাতীয় পরীক্ষা সংস্থা পরীক্ষার্থীদের জন্য একটি বিকল্প তারিখের ব্যবস্থা করেছে।
মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া সাইটে এদিন লেখেন, 'এর আগে ভারত সরকার/জাতীয় পরীক্ষা সংস্থা ২৩ জানুয়ারী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময়সূচী নির্ধারণ করেছিল। ওইদিন নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো, যা শিক্ষার্থীরা শ্রদ্ধার সঙ্গে উদযাপন করে থাকে এবং তাতেই অভ্যস্ত। এতে আমাদের পড়ুয়াদের সমস্যা তৈরি হচ্ছিল এবং আমি প্রতিবাদ জানাই এবং পরিবর্তনের জন্য হস্তক্ষেপ করি।
আমার হস্তক্ষেপের কারণে, ভারত সরকার/জাতীয় পরীক্ষা সংস্থা আমাদের ছেলে এবং মেয়েদের জন্য একটি বিকল্প পরীক্ষার তারিখ দেওয়ার ব্যবস্থা করেছে; যাতে তারা সেই দিনে সরস্বতীর কাছে প্রার্থনা করার সুযোগ পায়!' বার্তার শেষে, তিনি সকলকে শুভকামনাও জানিয়েছেন। অর্থাৎ বাংলার এবং বাংলার মুখ্যমন্ত্রীর দাবীকেই মান্যতা।
ন্যাশন্যাল টেস্টিং এজেন্সিও জানিয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে, '২৩শে জানুয়ারী ২০২৬, সরস্বতী পূজার কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রার্থীদের কাছ থেকে প্রাপ্ত আবেদনের পরিপ্রেক্ষিতে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২৩শে জানুয়ারী ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গে JEE (মেইন) এর জন্য নির্ধারিত সকল প্রার্থীদের JEE(মেইন) ২০২৬ সেশন ১ পরীক্ষার জন্য বিজ্ঞাপিত তারিখগুলির মধ্যে অন্য একটি পরীক্ষার তারিখ বরাদ্দ করা হবে।' সঙ্গেই জানানো হয়েছে, 'যেকোনও প্রশ্নের জন্য, প্রার্থীরা
@NTA_Helpdesk-এ DM করতে পারেন অথবা jeemain@nta.ac.in এ আমাদের লিখতে পারেন, অথবা 011-40759000 নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।'
এই প্রসঙ্গে উল্লেখ্য, JEE (মেইন) পরীক্ষার আয়োজন করা হচ্ছে একাধিক দিনে ও একাধিক শিফটে। যাতে বিপুল সংখ্যক পরীক্ষার্থী সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নিতে পারেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, B.E./B.Tech (Paper-1) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ জানুয়ারি ২০২৬। এই পরীক্ষাগুলি প্রতিদিন দু’টি শিফটে নেওয়া হবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে দুপুর ১২টা, দ্বিতীয় শিফট বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা। অন্যদিকে, B.Arch ও B.Planning (Paper-2A ও 2B) পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি ২০২৬। এই দিন পরীক্ষা নেওয়া হবে একটিমাত্র শিফটে, সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীরা তাঁদের নিজস্ব লগ ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনটিএ-র সরকারি ওয়েবসাইট jeemain.nta.nic.in থেকে Examination City Intimation Slip ডাউনলোড করতে পারবেন।
