আজকাল ওয়েবডেস্ক:  গঙ্গা থেকে জাল টেনে তুলতে গিয়েই দানা বেঁধেছিল সন্দেহ। অন্যবারের তুলনায় জাল যেন একটু বেশিই ভারী। অবাক হওয়ার তখনও বাকি ছিল বিস্তর। নদী থেকে জাল তুলে আনতেই রীতিমতো তাজ্জব মৎস্যজীবীরা।

 

জল থেকে কী উঠেছে এটা?  তবে আতঙ্ক নয়, জলের শস্য ডাঙ্গায় উঠতেই মুখের হাসি চওড়া হয় মৎস্যজীবীদের। মালদার গঙ্গা থেকে দৈত্যাকার একটি কাতলা মাছ জালে ওঠে তাঁদের। মাছটির ওজন ২৫ কেজি। সেই মাছ বিক্রির জন্য আনা হয় ঝলঝলিয়া বাজারে।

 

খবর জানাজানি হতেই বিশালাকা কাতলা দেখতে উপচে পড়ে উৎসাহী জনতা। হইচই পড়ে যায় বাজারজুড়ে। শুধু দর্শন নয়, হু হু করে উঠতে থাকে মাছের দাম। দোকানে ভিড় জমান ক্রেতারাও। মাছের দর ওঠে ১৫ হাজার টাকা। প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি হয় মাছটি। এক ব্যক্তি কিনে নেন মাছটি।

 

বিক্রেতার কথায়, মালদায় এই সাইজের মাছ খুব বেশি বাজারে আসে না। তাই্ এইরকম মাছ উঠলে স্বাভাবিকভাবেই তার চাহিদা বেশি থাকে। দামও বেশি থাকে। একবার এই ধরনের মাছ জালে তুলতে পারলেই কপাল খুলে যায় মথস্যজীবীদের। লক্ষ্মীলাভ হয় মাছ বিক্রেতাদেরও।

 

ওপরদিকে মাছ কিনতে পেরে খুশি বাপ্পা চক্রবর্তী নামে ওই ব্যক্তিও। ক্রেতা জানিয়েছেন, এত বড় ওজনের কাতলা সচরাচর দেখা যায় না। মাছটির আকার থেকে শুরু করে রং সবই যেন আলাদা। কেনার পর মাছটিকে দুই হাতে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হন বাপ্পাবাবু। বাজারদর আকাশছোয়া হলেও ২৫ কেজির এই কাতলা মাছ মন জয় করেছে স্থানীয় বাসিন্দাদের।