আজকাল ওয়েবডেস্ক: ফারাক্কার পর এবার উত্তর দিনাজপুরের ইটাহারে ভোটার তালিকা সংশোধন শুনানি কেন্দ্রে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইটাহার হাইস্কুলে শুনানি চলাকালীন ভাঙচুর ও এক মহিলা এআরও-র উপর হামলার অভিযোগে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে তলব করেছে কমিশন।

অভিযোগ, শুনানি চলাকালীন আচমকাই একদল দুষ্কৃতী ইটাহার হাইস্কুল চত্বরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। টেবিল, চেয়ার, বেঞ্চ ভেঙে তছনছ করে দেওয়া হয়। আতঙ্কের মধ্যে পড়েন শুনানিতে আসা সাধারণ ভোটার ও কর্তব্যরত প্রশাসনিক আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখতেই জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এর আগেই মুর্শিদাবাদের ফারাক্কায় বিডিও অফিসে হামলার ঘটনায় নির্বাচন কমিশনের কড়া অবস্থান নজরে পড়েছে। সেই ঘটনায় তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন। ফারাক্কার ঘটনার রেশ কাটতে না কাটতেই ইটাহারের ঘটনা প্রকাশ্যে এলো। 

এদিকে, ইটাহার কাণ্ডে তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। শাসক দলের বিধায়কের দাবি, বিজেপি মানুষের উপর ভয় ও হয়রানি তৈরি করছে। তাঁর কথায়, এসআইআর শুনানির জন্য প্রয়োজনীয় নথি খুঁজে না পেয়ে আতঙ্কে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন, এর দায় বিজেপিকেই নিতে হবে। মোশারফের মন্তব্য "ওরা দানব, ভয়ঙ্কর দানব"। 

সবমিলিয়ে শুনানি কেন্দ্রে হামলার অভিযোগে ইটাহার কাণ্ডে রাজ্য রাজনীতির পারদ তুঙ্গে।