আজকাল ওয়েবডেস্ক: আসানসোল পুলিশ কমিশনার দপ্তরের সামনে থেকে অপহৃত এক যুবক। ভিনরাজ্য থেকে এসেছিলেন ডাক্তার দেখাতে। সেখান থেকেই তাঁকে অপহরণ করে একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটে রবিবার সকাল ১০ টা নাগাদ। পুলিশ জানিয়েছে অপহৃতের নাম নকুল মণ্ডল। বাড়ি ঝাড়খণ্ডে।

 

 

দেওঘর জেলার আসনবনি থানার অন্তর্গত চিত্রা এলাকার বাসিন্দা ওই যুবক এ রাজ্যে এসেছিলেন ডাক্তার দেখাতে। তিন বন্ধুতে আসানসোল পুলিশ কমিশনারের  অফিসের পাশে সারদা পল্লীতে ডাক্তার দেখাতে যান রবিবার। সকাল দশটা নাগাদ একটি গাড়ি এসে থামে। তাদের পরনে ছিল খাকি পোষাক। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে তুলে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ২৫ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে যুবকের বাড়ির লোকের কাছে। এরপরই আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নকুল মণ্ডলের পরিবার। তারপরেই ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাসের নেতৃত্বে একটি টিম গঠন হয়।

 

 

ডিসিপি ধ্রুব দাস জানিয়েছেন, বুধবার ভোর চারটে নাগাদ নকুল মন্ডলকে আসানসোলের কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গী মোড় থেকে উদ্ধার করে। পাশাপাশি পাঁচজনকে গতকাল রাত্রে গ্রেপ্তার করতেও সক্ষম হয় পুলিশের স্পেশাল বাহিনী। জানা গিয়েছে, এই পাঁচজন অভিযুক্তকে বুধবার আদালতে পাঠাবে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, অপহরণ করার পরে নকুলের মোবাইল থেকেই পরিবারের সদস্যদের ফোন করে ২৫ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল অপহরণকারীরা। সেই নম্বর ট্র্যাক করেই দলটির খোঁজ পায় পুলিশ।

 

 

জানা গিয়েছে, মেহতাব বলে একজন অভিযুক্ত ইসিএলের নিরাপত্তা কর্মী, তিনি পুলিশের খাঁকি পোশাক পরেছিল অপহরণের দিন। জেরায় উঠে আসে, ঝাড়খণ্ড থেকে এসেছিল গ্যাংটা। এদের একটা অংশ আসানসোলেও রয়েছে। তাদের গ্রেফতার করা পুলিশ। চার চাকার গাড়িটিও ঝাড়খণ্ড থেকেই এসেছিল। ঝাড়খন্ড বা বিহারের আরও কেউ জড়িত রয়েছে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।