আজকাল ওয়েবডেস্ক: মধ্যমগ্রামে রঙের গুদামে আগুন। বৃহস্পতিবার দুপুরও ওই গুদামে আচমকাই আগুন লেগে যায়। রঙের গুদামে রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত বিধ্বংসী রূপ নেয়। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আগুনের তীব্রতা এতটাই যে আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের।আগুন নেভানোর কাজ চলছে। কীভাবে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। 

শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে মধ্যমগ্রাম বাদুর দিগবেরিয়া দু'নম্বর গেট এলাকায় থাকা ওই রাসায়ানিক কারখানায় বিধ্বংসী এই আগুন লাগার ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার সময় একাধিক শ্রমিক কারখানার কাজ করছিলেন। কিন্তু ঘটনার পরেই আতঙ্কে সবাই বেরিয়ে আসেন। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানা যাচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে। কিন্তু পরে ঘটনাস্থলে দমকলের আরও বেশ কয়েকটি ইঞ্জিন আসে। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। একেবারে দাউদাউ করে জ্বলতে থাকে গোটা কারখানা। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।

স্থানীয় সূত্রে খবর,মধ্যমগ্রামের বাদু এলাকায় অবস্থিত ওই রঙের গুদামে দু'বছর আগেও একই রকম ভাবে আগুন লেগে গিয়েছিল। স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা আতঙ্ক রয়েছেন। কারখানার ভিতরে কোনও কর্মী আটকে আছেন কি না তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়েরা আগুন নেভানোর কাজে দমকলের সঙ্গে হাত লাগিয়েছেন।