মিল্টন সেন, হুগলি : ভদ্রেশ্বর থানার অন্তর্গত শ্বেতপুর লাগোয়া দিল্লি রোডের ধারে আগুন। সবজির ফলন হওয়া জমিতে আগুন লাগে বৃহস্পতিবার দুপুরে। হাওয়ার দাপটে আম বাগানে আগুন পৌঁছে যায়। আগুন নেভানোর জন্য চন্দননগর ও ভদ্রেশ্বর থেকে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।
গোটা মাঠ জুড়ে আগুন ছড়িয়ে যাওয়ার ফলে নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। শুকনো ঘাসের জঙ্গল থেকে আগুন লাগে বলে অনুমান দলকল কর্মীদের। তবে এর আগেও একবার আমের কমল বাগানে আগুন লেগে অনেক আম গাছ নষ্ট হয়ে গিয়েছিল।তাই আগুন কেউ লাগিয়ে দিল না নিছক দুর্ঘটনাবশত লাগল তা নিশ্চিত করে জানা যায়নি।
