মিল্টন সেন, হুগলি, ৩০ জুলাই: রাস্তায় পড়েছিল বিদ্যুৎস্পৃষ্ট বাজপাখি। ঘটনাটি ঘটে বুধবার সকালে গঙ্গা সংলগ্ন চুঁচুড়া জোড়াঘাট এলাকায়। স্থানীয় গোয়ালটুলির যুবক বিজয় সিং দেখতে পেয়ে বাজ পাখিটিকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গেই পাখিটিকে আখনবাজারে রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান বিজয়। হাসপাতালের চিকিৎসক জয়জিৎ মিত্র বাজ পাখিটির চিকিৎসা করেন। চিকিৎসক বলেন, একটি বাজ পাখি তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় পড়েছিল। ধন্যবাদ দেব ওই যুবককে যিনি বাজটিকে উদ্ধার করে নিয়ে এসেছেন। পাখিটির পাখনায় আঘাত লেগেছে। ড্রেসিং করে অ্যান্টিবায়োটিক ভিটামিন দেওয়া হয়েছে। কয়েকদিন রাখলেই সুস্থ হয়ে যাবে। বন্য প্রাণী বাড়িতে রাখা যায় না। তাই সুস্থ হলে বাজ পাখিটিকে ছেড়ে দিতে বলেছেন তিনি।

 

আরও পড়ুন:‌ বাইপাসের ধারে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল...


এদিকে, বলাগড়ের ইনচুরায় ঝাপান দেখতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’‌জনের। আশঙ্কা জনক তিন জন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বলাগড়ের ইনচুরায় ঝাপান হয় প্রতি বছর এই সময়। বহু মানুষ সেখানে ঝাপানের মেলা দেখতে যায়। মঙ্গলবার পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মালতপাড়া ও আগ্রাপার গ্রাম থেকে তিন যুবক ইনচুরায় যায় ঝাপান দেখতে। রাত নটা নাগাদ তারা বাড়ি ফিরছিল।
 মগড়া থানার ফতেপুর আড্ডামোরে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। বিপরীত দিকের বাইকে পান্ডুয়ার দুই যুবক ছিলেন। তারাও ইনচুরা যাচ্ছিলেন।


 দুর্ঘটনায় পোলবার দুই যুবক রাজু মূর্মু (২৫) ও শুভজিৎ মণ্ডলের (‌২৭) মৃত্যু হয়। গুরুতর আহত হন মঙ্গল টুডু। পান্ডুয়ার দুই যুবকও গুরুতর জখম হন। তাদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদের আজ ময়না তদন্ত করা হবে ইমামবাড়া হাসপাতালে।

ছবি:‌ পার্থ রাহা