আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানি পর্বে লাগাতার হয়রানির অভিযোগের মধ্যেই ভোটার দিবস উদযাপনে নানান উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। এই উপলক্ষে শুক্রবার চুঁচুড়ার সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রমে জেলার চারটি মহকুমার ৪৬ জন ছাত্র–ছাত্রীদের মধ্যে অঙ্কন, বিতর্ক, প্রবন্ধ লেখা ও স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীদিনের ভোটার, ছাত্র–ছাত্রীদের ভোটদানের গুরুত্ব বোঝাতে কমিশনের এই উদ্যোগ। 


বর্তমান এসআইআর আবহে নানা প্রশ্ন প্রশ্ন তুলছেন বহু মানুষ। অনেকেরই বক্তব্য, ‘‌এসআইআরের নামে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। কত মানুষ মারা গিয়েছেন। এই সময়ে আবার উদযাপন  কিসের?’‌ স্বাভাবিক ভাবে তৃণমূলও এই মুহূর্তে ভোটার দিবস পালনের বিরোধিতা করছে। অনুকূল স্কুলের শিক্ষক তথা তৃণমূল নেতা শুভেন্দু গড়াইয়ের কথায়, ‘‌শুনানির নামে ভোটারদের কালঘাম ছুটছে। চিন্তায় বিনিদ্র রাত জাগতে হচ্ছে পরিবারগুলিকে। এটা হাস্যকৌতুক ব্যাপার!’‌ চন্দননগরের মেয়র রাম চক্রবর্তীও বলেন, ভোটার দিবস পালনকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এসআইআরের নামে কমিশন এবার যা করছে, ভাবা যায় না। এখন ওই দিবস–টিবস পালন না করলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।’‌


 শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক পার্থপ্রতিম, নোডাল অফিসার (এসভিইইপি) মৌলি সান্যাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাশমাৎ আলি প্রমূখ। বর্তমান আবহে ভোটার দিবস পালন নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি উপস্থিত আধিকারিকরা।