আজকাল ওয়েবডেস্ক: ডাক্তারি ভর্তিতে কোটা দুর্নীতি। দেশজুড়ে বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে এমবিবিএস-এ ভর্তির ক্ষেত্রে এনআরআই অর্থাৎ ভারতীয় অনাবাসীদের কোটায় শিক্ষার্থী ভর্তিতে দুর্নীতির অভিযোগ। তারই তদন্তে নেমে দেশের ২৮টি মেডিক্যাল কলেজে মঙ্গলবার হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। 

 অভিযোগ, টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে জমা করে শিক্ষার্থীদের ভর্তি করানো হয়েছে। আর সেই কোটার যোগ্য পড়ুয়ারা বঞ্চিত হয়েছেন এতে। এই দুর্নীতির তদন্তে নেমে দেশজুড়ে একাধিক প্রথম সারির মেডিক্যাল কলেজের বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছিল। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। দুর্নীতির তদন্তে নেমে রাজ্যে মেগা অভিযান ইডির। হলদিয়া দুর্গাপুর কলকাতা, বোলপুর-সহ বহু জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি

বীরভূমের বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজে চলছে ইডির হানা। সূত্রের খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির পাঁচ-ছয় জন সদস্য হানা দেন ওই মেডিক্যাল কলেজে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাঁদের সঙ্গে রয়েছেন বলে জানা গিয়েছে। ইডি হানা দিয়েছে পশ্চিম বর্ধমান জেলার তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজে। 

একযোগে রাজ্যের বিভিন্ন জেলা ও কলকাতার সল্টলেকের পাশাপাশি, পূর্ব মেদিনীপুরেও মঙ্গলবার সকালে হানা দিয়েছে ইডি। সূত্রের খবর লক্ষণ শেঠের হলদিয়ার বাড়ি অঙ্গীকার-এ হানা দিয়েছে। ইডির দল পৌঁছে গিয়েছে হলদিয়ার আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হসপিটালেও। প্রাথমিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতির মামলায় এই তল্লাশি বলে জানা গেছে। দুটি দলে প্রায় ১০জন ইডির তদন্তকারী আধিকারিক রয়েছেন। সঙ্গে আধা সামরিক বাহিনীর ঘেরাটোপে রয়েছে হাসপাতাল চত্বর ও লক্ষণ শেঠের বাড়ির ক্যাম্পাস। কলেজ চলাকালীন স্টুডেন্টদের পঠন-পাঠনে কোনও সমস্যা যাতে না হয়, সেদিকে নজর রেখেই চলছে তদন্ত