আজকাল ওয়েবডেস্ক: জল ছাড়ার পরিমাণ কিছুটা কমাল ডিভিসি। বৃহস্পতিবার সকালে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। রাতে পরিমাণ কমিয়ে ৫০ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি। তার মধ্যে মাইথন থেকে ১০ হাজার ও পাঞ্চেত থেকে ৪০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকে ৮০ হাজার কিউসেক জল ছাড়ায় দক্ষিণবঙ্গের একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। তবে ডিভিসি বিবৃতি দিয়ে জানিয়েছিল, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় জল ছাড়ার পরিমাণ কমানো হবে। বলা হয়েছিল মাইথন এবং পাঞ্চেত থেকে ৬০ হাজার কিউসেক জল ছাড়া হবে। কিন্তু রাতে তা আরও ১০ হাজার কমিয়ে দেওয়া হয়।
যদিও ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমালেও হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। যা নিয়ে কেন্দ্র এবং ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদিও ডিভিসির তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছিল, ‘আবহাওয়ার কারণে জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় মাইথন এবং পাঞ্চেত বাঁধের উপর চাপ বাড়ছে। তাই জল ছাড়ার সিদ্ধান্ত। যদিও পরে ডিভিসি জানায়, আসানসোল, দুর্গাপুর ও ঝাড়খণ্ডে যে বৃষ্টি হচ্ছিল, তা বন্ধ হওয়ায় জল কমেছে জলাধারগুলিতে। আর সেই কারণেই কমানো হবে জল ছাড়ার পরিমাণ।
