আজকাল ওয়েবডেস্ক: দীঘা ও মন্দারমনি-সহ উপকূলে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রশাসনের তরফে মাইকিং করে সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। উত্তাল হতে পারে সমুদ্র। এই কারণে সতর্কতা অবলম্বন করতে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মৎস্যজীবীদের মঙ্গলবারই সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অধিকাংশ ট্রলার ইতিমধ্যেই ফিরেছে উপকূলে। আপাতত সমুদ্রে মাছ ধরার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা। ঝিরঝিরে বৃষ্টি চলছে, বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টির খবরও মিলেছে।
উপকূলবর্তী নীচু এলাকার বাসিন্দাদের দুর্যোগের সময় সজাগ থাকতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়া বা প্রবল বৃষ্টি হলে যাতে সাধারণ মানুষ দ্রুত সুরক্ষিত জায়গায় চলে যেতে পারেন, তার জন্য খুলে রাখা হয়েছে ত্রাণ শিবিরগুলি। পরিস্থিতির ওপর নজর রাখতে উপকূলের বিভিন্ন ব্লকে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি।
বুধবার থেকে একটানা ঝড়বৃষ্টির সতর্কতা বাংলা জুড়ে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির তাণ্ডব আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধে দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা রয়েছে।
বুধবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলায়।
