আজকাল ওয়েবডেস্ক: বসিরহাটের ভ্যাবলা রেল গেট সংলগ্ন এলাকার বস্তিতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাধিক বাড়ি। ঘটনাস্থলে রেলপুলিশ ও দমকল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার  হাসনাবাদ লাইনের ভ্যাবলা রেল স্টেশন সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন ভস্মিভূত একাধিক বাড়ি।

শনিবার দুপুর দুটো নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একে একে  বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বসিরহাট  রেলপুলিশ। দমকলের তরফে শুরু হয় আগুন নেভানোর কাজ। কীভাবে এই আগুন লাগল তার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার ফেটে না অন্য কোনো দাহ্যবস্তু থেকে এই আগুন লেগেছে কিনা তা খোঁজ করে দেখা হচ্ছে।  ঘটনাস্থলে যান বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস।  ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।