আজকাল ওয়েবডেস্ক: শীত পড়তে না পড়তেই সকালের দিকে ঘন কুয়াশা পড়ছে বঙ্গে। এখনই এত দৃশ্যমানতা কম যে কয়েক ফুট দূরে কিছু দেখা যাচ্ছে না। আর এই ঘন কুয়াশার জেরেই মঙ্গলবার ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা ১২ নম্বর জাতীয় সড়কে। পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন ব্যক্তি। এদিন ঘটনাটি ঘটেছে, নদিয়ার শান্তিপুর থানার বাবলা বাইপাস এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার ভোর চারটে নাগাদ শান্তিপুর বাবলা বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কে কলকাতা থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি লরি। তার ঠিক পিছনেই যাচ্ছিল ছোট আর একটি মালবাহী চারচাকা গাড়ি। সেই ছোট গাড়িতেই ছিলেন তিন ব্যক্তি।

 

 

অনুমান করা হচ্ছে, কুয়াশার কারণে সামনে থাকা লরিটিকে দেখতে পাননি চালক। ফলে, গাড়িটি সজোরে গিয়ে লরিটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান ছোট গাড়িতে থাকা তিন ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, দুটো গাড়িই কলকাতা থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। স্থানীয়দের প্রাথমিক অনুমান ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পথ দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়েছিল। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। ইতিমধ্যেই, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। শান্তিপুর থানায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি নিয়ে আসা হয়েছে।