আজকাল ওয়েবডেস্ক: সোমবার সন্ধ্যায় রাজধানী দিল্লিতে ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন একাধিক।

যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে এই ঘটনার পিছনে জঙ্গি যোগের কথা সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবুও ঘটনার পর থেকেই সারা দেশে জারি হয়েছে হাই অ্যালার্ট।

বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের একমাত্র যোগাযোগ পথ হিসেবে পরিচিত শিলিগুড়ি লাগোয়া ‘চিকেন নেক করিডোরে’ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাত থেকেই নিউ জলপাইগুড়ি স্টেশন, শিলিগুড়ি জংশন, তেনজিং নোরগে বাস টার্মিনাস সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় চলছে পুলিশের নাকা চেকিং ও টহলদারি।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই দুই দেশের সম্পর্ক কিছুটা শীতল হয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের ভারতবিরোধী মন্তব্য ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতে চিকেন নেক ইস্যুতে বিতর্কিত মন্তব্য নিয়ে ক্ষোভ বাড়ে নয়াদিল্লিতে। এরপর থেকেই একাধিক দ্বিপাক্ষিক চুক্তি ঝুলে পড়েছে।

অন্যদিকে, পাকিস্তান ও বাংলাদেশের যৌথ প্রয়াসে নৌ-মহড়া নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ভারতের নিরাপত্তা মহলে। ফলে সীমান্ত এলাকায় বিএসএফ ও এসএসবি-র টহলদারি বাড়ানো হয়েছে।

নেপালে সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক পালাবদলকেও কেন্দ্রের তরফে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সেপ্টেম্বরে দেশটির অস্থির পরিস্থিতিতে ভারতবিরোধী স্লোগান ওঠার পর থেকেই নয়াদিল্লি সতর্ক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, রাজধানীতে বিস্ফোরণের ঘটনার পর দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না সরকার। তাই শিলিগুড়ি ও আশপাশের সীমান্তবর্তী এলাকায় আরও নজরদারি ও টহলদারি বাড়ানো হয়েছে।

দিল্লির লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তদন্তভার হাতে পাওয়ার পরেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দল ঘটনাস্থলে পৌঁছোয়। শুধু তা–ই নয়, এনএসজি এবং ফরেন্সিক দলও রয়েছে ঘটনাস্থলে।

বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জনের মৃত্যু ঘটেছে। বিস্ফোরণের পরেই শাহের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিস্ফোরণের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের কমপক্ষে ২০টি ইঞ্জিন।

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধে ৬টা ৫২ মিনিটে। প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। এটা ঘটনা, বিস্ফোরণের পরই দিল্লি জুড়ে কড়া সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করা হয়।

শুধু দিল্লিতে নয়, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কলকাতাতেো কড়া সতকর্তা জারি করা হয়েছে। দিল্লি পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন শাহ। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি।

সূত্রের খবর, ঘটনার পর পরই মোদির সঙ্গে কথা বলেন শাহ। তাঁকে পুরো পরিস্থিতি জানিয়েছেন বলে খবর। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।’

পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্যের জন্য তিনি প্রার্থনা করেন। মমতা ব্যানার্জি আরও বলেন, ‘আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলো এই কঠিন সময়ে শক্তি খুঁজে পায়, সেই প্রার্থনা করি।’

পাশাপাশি, কেজরিওয়াল টুইট করে লেখেন, ‘লালকেল্লার সামনে ঘটে যাওয়া এই বিস্ফোরণ খুবই দুশ্চিন্তার। আর শোনা যাচ্ছে যে এই ঘটনায় আমাদের কয়েকজনের মৃত্যু হয়েছে। পুলিশ আর সরকারের দ্রুতই তদন্ত করা উচিত, এই ঘটনা কীভাবে ঘটল। এর পিছনে কোনও বড় ষড়যন্ত্র নেই তো? দিল্লির সুরক্ষার বিষয়ে কোনও অবহেলা কোনওভাবেই বরদাস্ত করা যায় না।’

বিস্ফোরণ নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুকে লেখেন, ‘দেশের সুরক্ষা ও মর্যাদার স্বার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে পদত্যাগ করা উচিত। শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে তাঁর ধারাবাহিক ব্যর্থতা এবং অপারগতা মানুষের বিশ্বাসকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। ভারতের এমন এক জন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রাপ্য, যিনি নাগরিকদের প্রকৃত অর্থে রক্ষা করতে এবং দেশের অখণ্ডতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবেন।’