আজকাল ওয়েবডেস্ক: বর্তমান সময়ে দাঁড়িয়ে, তাৎপর্যপূর্ণ সোশ্যাল মিডিয়া। কয়েক দশকে রাজ্যের এবং দেশের রাজনীতির ধারা বদলেছে আমুল। ৩০ কিংবা ৫০ বছর  আগে যেভাবে নির্বাচন হত, এখন তা বদলেছে অনেক। এখন রাজনীতি, নির্বাচন কৌশল, সবকিছুর সঙ্গেই অঙ্গাঙ্গিকভাবে জুড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। কে কী বলছেন, কে কী করছেন, তৃণমূল স্তর থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, বার্তা পৌঁছে যাচ্ছে সকলের কাছে। তৃণমূল কংগ্রেস আগেই মাঠে নামিয়েছে 'আমি বাংলা ডিজিটাল যোদ্ধা'দের। ভোটের আগে তাঁদের একত্রিত করে ১২ জানুয়ারি বুস্টার ডোজ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এই বিধানসভা ভোটে কীভাবে কাজে লাগানো হবে তাঁদের, পয়েন্ট ধরে বাতলে দিয়েছেন তাও।

এবার তৃণমূল কংগ্রেসের হয়ে, সোশ্যাল মিডিয়ায় আরও জোরদার লড়াইয়ের ডাক। ডাক দিয়ে পোস্ট সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল কংগ্রেস নেতা, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তাতে তাঁর বার্তা স্পষ্ট। দেবাংশু লিখেছেন, 'দিদিকে ভালোবাসেন? বহিরাগত শক্তিকে রুখতে তৃণমূল কংগ্রেসের হয়ে স্বেচ্ছায় ভিডিও বা গ্রাফিক্স কনটেন্ট তৈরি করতে চান? বিজেপির বিরুদ্ধে কিংবা বাংলার পক্ষে রিল বা শর্টস বানাতে পারেন? মিউজিক, র‍্যাপ বা গানের লিরিক্স লিখতে পারেন? আগামী ৪ মাসের জন্য দিদির হয়ে বাংলার পক্ষে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করতে চান?'

তারপর? কী করতে হবে? তাও স্পষ্ট জানিয়েছেন দেবাংশু। জানিয়েছেন, 'এগুলোর মধ্যে আপনি যেগুলি করতে সক্ষম সেই  দক্ষতার ফিল্ড উল্লেখ করে আপনার নাম, ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর সহযোগে মেইল করুন TrinamoolItCell@gmail.com মেইল আইডিতে.. দেখা হবে। খেলা হবে। ' 

সঙ্গেই উল্লেখ করেছেন,- 'নীচের বিষয় গুলি পূরণ করে মেইলটি পাঠাবেন।
Name:
Phone:
WhatsApp No:
District:
Assembly: 
Skill: 
(কেবলমাত্র মেইল আইডিতেই পাঠাবেন। কমেন্ট বক্সে নয়)
নোট: ভলেন্টারি অনলি'

 

সোশ্যাল মিডিয়ায় লড়াই জোরদার করতে চেয়ে, বাংলার ডিজিটাল যোদ্ধার কর্মসূচির কথা অভিষেক ঘোষণা করেন অক্টোবর মাসে। তখন মূল লক্ষ্য ছিল, এমন কয়েকজনকে সামনের সারিতে আনা হবে, যাঁরা বাংলার কৃষ্টি সংস্কৃতির ধারক বাহক হিসেবে কাজ করবে। গেরুয়া শিবির যতবার বাংলাকে নানাভাবে হেনস্থা, লাঞ্ছনা করার চেষ্টা করবে, তাঁরা ডিজিটাল ব্যারিকেড হয়ে সেই চক্রান্ত রুখে দেবেন। কয়েকমাসেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকহারে ছড়িয়ে পড়েছেন ডিজিটাল যোদ্ধারা। দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও তাঁদের প্রশস্তি করেছেন, ১২ তারিখ তাও বলেন অভিষেক। এর পরেই একপ্রকার রণকৌশল সাজিয়ে দেন তাঁদের জন্য।

বলেন, 'আগামী একশ থেকে একশ দশ দিন, আমাদের এক ইঞ্চি জমি ছাড়া চলবে না। এমন মানসিকতা নিয়ে ধারাবাহিকভাবে প্রচার করতে হবে, লড়াই করতে হবে। একটু ফাঁক-ফোকর থাকলে বিজেপি মানুষকে ভুল বোঝাবে।' সমাজমাধ্যমের ডিজিটাল যোদ্ধারা সঠিক প্রচার মানুষের কাছে পৌঁছে দেবেন, রাজ্যের কথা, সরকারের কথা, পৌঁছে দেবেন মানুষের কাছে সঠিকভাবে। অভিষেক পয়েন্ট ধরে ধরে বোঝান, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ঠিক কোন পর্যায়ে, কীভাবে দ্রুততার সঙ্গে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। নেতা নেত্রীদের কাছে। এবার সোশ্যাল মিডিয়াতেই, প্রচার আরও জোরদার করতে বার্তা দেবাংশুর।