আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে গৃহ বিবাদের জেরে এক চাঞ্চল্যকর ও নৃশংস ঘটনার সাক্ষী থাকল এলাকা। ডেবরা থানার অন্তর্গত জালিমান্দা এলাকায় স্বামী-স্ত্রীর বচসা আচমকাই ভয়াবহ রূপ নেয়। অভিযোগ, বচসার মাঝেই স্বামী ধারাল ব্লেড দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে ঘটনাস্থল থেকে চম্পট দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল নাগাদ স্বামী-স্ত্রীর মধ্যে কোনও একটি বিষয় নিয়ে তীব্র বাদানুবাদ শুরু হয়। সেই বচসার মধ্যেই অভিযুক্ত স্বামী আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীকে লক্ষ্য করে ব্লেড চালায়। গলায় গুরুতর আঘাত পেয়ে চিৎকার করতে থাকেন গৃহবধূ। তাঁর চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং দ্রুত ডেবরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হসপিটালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
আহত গৃহবধূর নাম নমিতা হাঁসদা (৩৭)। অভিযুক্ত স্বামীর নাম শুকদেব হাঁসদা। ঘটনার পর থেকেই শুকদেব পলাতক রয়েছে। খবর পেয়ে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে জালিমান্দা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক বিবাদের জেরে এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেছেন স্থানীয় বাসিন্দারা। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠেছে এলাকায়।
