আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দুপুরে এক মাধ্যমিক পরীক্ষার্থীর গলাকাটা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল ছড়াল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারি গ্রাম পঞ্চায়েতের পাঁজরাপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই পরীক্ষার্থীর নাম শাহিন মন্ডল (১৬)। স্থানীয় সূত্রের খবর, এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী শাহিন গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার পর থেকেই নিখোঁজ ছিল। এলাকায় ভালো ছেলে হিসাবে পরিচিত শাহিনের এই অস্বাভাবিক মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ। ইতিমধ্যেই তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

মৃত কিশোরের প্রতিবেশী আহসান আলি শেখ বলেন, "এলাকায় ভালো ছেলে হিসাবে পরিচিত ছিল শাহিন। মঙ্গলবার সকালে আমি যখন মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিলাম তখন মাঠের মধ্যে একজনকে শুয়ে থাকতে দেখি। কাছে গিয়ে দেখতে পাই এক কিশোর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। কেউ বা কারা তাকে গলা কেটে খুন করেছে। কী কারণে এই খুন এখনও আমরা বুঝে উঠতে পারছি না। আমাদের দাবি, পুলিশ এই ঘটনার যথাযথ তদন্ত করে খুনিদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করুক।"

বেওয়া নামে ওই কিশোরের এক প্রতিবেশী বলেন,"সোমবার মাগরিবের নামাজ পড়ার পর বাড়ি ফিরে আসে শাহিন। তারপর মায়ের কাছ থেকে রুটি নিয়ে খায়। এরপর কিছু কাজ আছে বলে সে বাইরে বেরিয়ে যায়। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। এদিন দুপুরে জানতে পারি মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় তার দেহ খুঁজে পাওয়া গিয়েছে। তবে কেন শাহিনের মত একটা ভালো ছেলেকে খুন হতে হল তা আমরা কেউই বুঝতে পারছি না!"