আজকাল ওয়েবডেস্ক: অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ এবং সেইসঙ্গে ধর্ষিতার এক বান্ধবীকে ভয় দেখিয়ে নগ্ন করে ভিডিও শুটের অভিযোগ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়।  পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা গিয়েছে, বাড়ির কাছে ঘুঘনি খেতে বেরিয়েছিল দুই ছাত্রী। দুজনেই অষ্টম শ্রেণির ছাত্রী। তাদেরকে ঘুরতে যাওয়ার নাম করে স্থানীয় শুভ সেনাপতি ও শৌভিক ভদ্র নামে দুই যুবক বাইকে করে নিয়ে যায় ৷ এরা ঘুরতে যাওয়ার নাম করে প্রথমে সাহাপাড়া এলাকায় তাদের এক বন্ধুর গ্যারাজে নিয়ে যায় ৷ ঘনশ্যাম ওরফে সত্য গিরি নামে আরেক যুবক গল্প করতে করতে তাদেরকে ফাঁকা একটি বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ৷ কিছুক্ষণ পর প্রসেনজিত  মন্ডল নামে আরও এক যুবক ঘটনাস্থলে আসে ৷ 

জানা গিয়েছে এরপর দুই পড়ুয়াকে সায়ন প্রামানিক নামে একজনের ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে সেইসময়  সায়ন ছাড়াও সায়ক দাস নামে আরও একজন ছিল। এরপরেই স্বমূর্তি ধারণ করে যুবকরা। অভিযোগ, ভয় দেখিয়ে জোর করে শৌভিক ভদ্র, প্রসেনজিত মন্ডল, ঘনশ্যাম গিরি ও সায়ন প্রামানিক চারজনে মিলে এক পড়ুয়াকে ধর্ষণ করে। ধর্ষিতার সঙ্গীর ঋতুস্রাব চলছিল। সেইজন্য তাকে ধর্ষণ না করে নগ্ন  করে ভিডিও তোলা হয় বলে অভিযোগ৷

জানা গিয়েছে ঘটনাটি ঘটে ২০শে নভেম্বর রাতে। বিষয়টি বাড়িতে জানালে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। ঘটনার তদন্তে নেমে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলছে তদন্ত।