আজকাল ওয়েবডেস্ক: নরেন্দ্রপুরে বাড়ি থেকে উদ্ধার এক দম্পতির নিথর দেহ। ঘটনাটি ঘটেছে গড়িয়ার আদর্শনগরে। একজনকে ঝুলন্ত অবস্থায়, আরেকজনের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করছে তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতেরা হলেন, তরুণ দাস (৪৫) ও আশা দাস (৩৫)। স্বামী-স্ত্রী গত ছ'মাস ধরে গুরুপদ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। দু'জনেই বাইরে কাজ করতেন। তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে আছে।
বুধবার দুপুরে কাজ থেকে ফেরেন স্বামী-স্ত্রী। তাঁরা খোশ মেজাজেই ছিলেন। প্রতিবেশীদের সঙ্গে কথাও বলেন। সকলের সঙ্গে বসে আড্ডাও দেন। তার কিছুক্ষণ পর হঠাৎই বোনের ছেলে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণকে দেখে। আশা সেসময় খাটে শোয়ানো অবস্থায় ছিলেন। তাঁর গলায় আঘাতের চিহ্ন ছিল। গাল থেকেও রক্ত ঝরছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
