আজকাল ওয়েবডেস্ক: সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বড় পদক্ষেপ পুলিশের। কোচবিহার জেল পুলিশ তৈরি করেছে স্বল্প দৈর্ঘ্যের ছবি। ওই ছবি সাধারণের মধ্যে ছড়িয়ে দেবে সচেতনতার বার্তা।

 

যাতে কোনওভাবেই সাইবার ক্রাইম-এর চক্রে না পড়ে এবং বাল্যবিবাহ যাতে অতি দ্রুত রোধ করা যায় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে একটি সচেতনতামূলক স্বল্প দৈর্ঘ্যের ছবি নির্মাণ করল কোচবিহার জেলা পুলিশ। শনিবার কোচবিহার পুলিশ লাইন কনফারেন্স হলে তাদের এই স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রকাশ করা হয়, যেখানে বর্তমান সময়ের কোচবিহারের ইউটিউবাররা এবং পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

 

উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি জানান সাধারণ মানুষ যাতে কোনও রকম ভাবেই কোন সাইবার ক্রাইম চক্রে না পড়ে এবং সাধারণ মানুষ যাতে বাল্যবিবাহ বন্ধ করার বিষয়ে আরও সচেতন হন, সেই উদ্দেশ্যকে মাথায় রেখে তাঁদের এই কর্মসূচি। তিনি আরও জানান, এই স্বল্প দৈর্ঘ্যের ছবি কোচবিহার জেলা পুলিশ এর ফেসবুক পেজে দেওয়া হয়। সেখানকার ভিউ-এর হিসেব বলছে, এই স্বল্প দৈর্ঘ্যের ছবি মানুষ দেখছেন।ছড়িয়ে পড়ছে সাধারণের মধ্যে।