আজকাল ওয়েবডেস্ক: অপহরণের চেষ্টা! অভিযোগ জানালেন সাগর ঘোষ নিজেই। অভিযোগ, শূন্যে চার রাউন্ড গুলি চালিয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটবার সূত্রপাত কী থেকে?

জানা যাচ্ছে অনলাইন গেমের টাকা নিয়েই ঝামেলার সূত্রপাত। উত্তর ২৪ পরগনার বনগাঁ ২ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা সাগর ঘোষের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধেবেলা বনগাঁ জয়পুর কালীবাড়ির মোড় থেকে একটি বোলেরো গাড়িতে কয়েকজন এসে তাঁকে অপহরণের চেষ্টা করে। 

সেই সময় সাগরের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা বাধা দিলে শূন্যে পরপর কয়েক রাউন্ড গুলি চলে বলেও জানিয়েছেন সাগর। অভিযোগ, তাঁকে অচেনা একটি জায়গায় নিয়ে গিয়ে অনলাইনের গেমের টাকা পয়সা নিয়ে ঝামেলা মেটানোর জন্য বলা হয়। পরবর্তীতে দুই আড়াই ঘন্টা পরে তাঁকে আবার ছেড়ে দেওয়া হয়।


 এই বিষয়ে বনগাঁ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন সাগর ঘোষ । অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।