আজকাল ওয়েবডেস্ক: জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হলেন কমপক্ষে পাঁচজন। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদের সালার থানার কাজীপাড়া গ্রামে। আহত ব্যক্তিরা বর্তমানে কান্দী মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সালার থানার এক আধিকারিক জানিয়েছেন, দু'পক্ষের সংঘর্ষের ঘটনাটি তারা জানতে পেরেছেন। তবে কোনও তরফ থেকে এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তার ফলে এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বেশ কয়েক বছর ধরে কাজীপাড়া গ্রামের বাসিন্দা সাজিদ শেখ ও কুরবান শেখের সাথে তাঁদের কাকু এবং তাঁর ছেলে জাহাঙ্গীর শেখ, আলমগীর শেখ জলঙ্গির শেখের প্রায় সাত বিঘা জমি নিয়ে বিবাদ চলছিল।
আল্লারাখা শেখ নামে সাজিদের এক ভাই বলেন, 'জাহাঙ্গীর, আলমগীর এবং জলঙ্গিরকে জোর করে দখল করে রাখা জমি ছেড়ে দেওয়ার জন্য সাজিদ এবং কুরবান অনুরোধ করেছিল। কিন্তু ওই ব্যক্তিরা কিছুতেই জমির ভোগ দখল ছাড়তে রাজি ছিল না। তাঁরা সাজিদ ও কুরবানকে সেই জমি বিক্রিও করতে দিচ্ছিল না। রবিবার সকালে সাজিদ এবং কুরবান যখন কাকু এবং তার ছেলেদেরকে জমি ছেড়ে দেওয়ার জন্য বলতে যান সেই সময় হঠাৎই তাঁদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। এই ঘটনায় সাজিদ এবং কুরবান ছাড়াও আমার বোন মায়া খাতুন গুরুতর আহত হন।'
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজিদ এবং কুরবানের পরিবারের সদস্যরা প্রতিরোধ তৈরি করলে জাহাঙ্গীর এবং আলমগীরের পরিবারেরও দু'জন সদস্য আহত হয়েছেন।
দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষ থামানোর জন্য এরপর স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসেন। গ্রামবাসীরা আহত ব্যক্তিদেরকে প্রথমে সালার হাসপাতালে ভর্তি করান। আহত ব্যক্তিদের অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাদের কান্দী মহাকুমা হাসপাতালে রেফার করে দিয়েছেন।
