আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানায় আত্মঘাতী হলেন কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জ থানার ধূলিয়ানে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম ভিকি রজক। সোমবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে ওই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে এক যুবতীর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। গত কয়েকমাস ধরে আলাদা থাকতে শুরু করেন তাঁরা। ধীরে ধীরে মানসিক রোগে ভুগতে শুরু করেন ভিকি। রবিবার গভীর রাতে বাড়ির লোকেরা ঘুমিয়ে পড়লে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পুলিশ মৃতদেহ জঙ্গিপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।