আজকাল ওয়েবডেস্ক: বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনন্ত মহারাজের বাড়িকে স্থানীয়েরা ‘প্রাসাদ’ বলতেই অভ্যস্ত। মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য অনন্ত অপেক্ষা করছিলেন বাড়ির বাইরে। মমতা সেখানে এসে পৌঁছতেই অনন্ত ছুটে এসে তাঁকে অভ্যর্থনা জানান। গলায় পরিয়ে দেন রাজবংশী উত্তরীয়। হাতে তুলে দেন রাজবংশী ঐতিহ্যবাহী গুয়াপান।
প্রসঙ্গত, হাড্ডাহাড্ডি লড়াই করে কোচবিহার আসনটি দখল করে তৃণমূল। ভোটের ফলের বিশ্লেষণে দেখা যায়, তৃণমূলের পক্ষে থাকা বংশীবদন বর্মণের হাতে থাকা রাজবংশী ভোট তৃণমূলে গিয়েছে তো বটেই, এমনকি অনন্তের তরফের ভোটেও থাবা বসিয়েছে তৃণমূল। এই প্রেক্ষিতে এবার অনন্তের বাড়িতে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে কী রাজনীতির ময়দানে নতুন কোনও সমীকরণের ইঙ্গিত ? উত্তরবঙ্গকে নিজেদের নতুন ঘর করতে মরিয়া ঘাসফুল শিবির। তারই কী সূচনা হল মমতা-অনন্তের বৈঠকে?
প্রসঙ্গত, হাড্ডাহাড্ডি লড়াই করে কোচবিহার আসনটি দখল করে তৃণমূল। ভোটের ফলের বিশ্লেষণে দেখা যায়, তৃণমূলের পক্ষে থাকা বংশীবদন বর্মণের হাতে থাকা রাজবংশী ভোট তৃণমূলে গিয়েছে তো বটেই, এমনকি অনন্তের তরফের ভোটেও থাবা বসিয়েছে তৃণমূল। এই প্রেক্ষিতে এবার অনন্তের বাড়িতে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে কী রাজনীতির ময়দানে নতুন কোনও সমীকরণের ইঙ্গিত ? উত্তরবঙ্গকে নিজেদের নতুন ঘর করতে মরিয়া ঘাসফুল শিবির। তারই কী সূচনা হল মমতা-অনন্তের বৈঠকে?
