আজকাল ওয়েবডেস্ক:‌ বৃহস্পতিবার সাত সকালে হাওড়ার ঘুসুড়িতে ছাঁট কাপড়ের কারখানায় সিলিং ভেঙে মৃত অন্তত চার শ্রমিক। ধ্বংসস্তূপে আর কোনও শ্রমিক আটকে আছেন কিনা তল্লাশি করে দেখছে উদ্ধারকারী দল। প্রাথমিক অনুমান, উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবেই ভেঙে পড়েছে কারখানার সিলিং। 

 


প্রসঙ্গত, হাওড়ার ঘুসুড়িতে একাধিক কাপড়ের কারখানা রয়েছে। পুরনো বাড়িগুলিতে সেই সমস্ত কারখানার গুদাম রয়েছে। পুলিশ সূত্রে খবর, জেএন মুখার্জি রোডের দীর্ঘদিনের পুরনো একটি বাড়ির গুদামের বারান্দায় প্রচুর মালপত্র জমা করে রাখা ছিল। জানা গেছে, বৃহস্পতিবার সকালে বারান্দার নিচে ৯ জন শ্রমিক বিশ্রাম নিচ্ছিলেন। আচমকা বারান্দাটি ভেঙে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে সিলিংটি। দুর্ঘটনার খবর পেতেই হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি সহ হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে হাজির হন। হাওড়া পুরসভা, দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তর উদ্ধারকাজ শুরু করেছে। পুলিশ জানিয়েছে, সিলিং ভেঙে পড়ার আওয়াজ শুনে পাঁচ জন বাইরে বেরিয়ে যান। কিন্তু চার জন চাপা পড়ে যান। প্রত্যেকেই মারা গেছেন বলে জানা গেছে। আর কেউ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন কিনা তা তল্লাশি করে দেখছে উদ্ধারকারী দল। মৃত চার জন হলেন মুকেশ রাম, ভোলা যাদব, পিন্টু রাম এবং রাজু মাহাতো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।