আজকাল ওয়েবডেস্ক: পানিহাটিতে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য। পুকুরে একটি চারচাকা গাড়ি থেকে দেহ উদ্ধারের ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে। পুলিশ গাড়িটি উদ্ধার করে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
জানা গেছে বুধবার সকালে উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের সুনীতা ব্যানার্জি রোডের বাসিন্দারা স্থানীয় পুকুরে একটি গাড়ি পড়ে রয়েছে বলে দেখতে পান। এরপরই খবর যায় ঘোলা থানায়। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ক্রেন দিয়ে পুকুর থেকে গাড়িটি তোলা হয়। তল্লাশি চালাতেই উদ্ধার হয় এক যুবকের দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বিকাশ সাউ (৪১)। বাড়ি কলকাতার শ্যামপুকুর থানা এলাকায়। অ্যাপ ক্যাব সংস্থার হয়ে ভাড়া গাড়ি চালাত যুবকটি। গত সোমবার থেকেই ছিল নিখোঁজ। ওই যুবকের গাড়ি কীভাবে পানিহাটির একটি পুকুরে পড়ল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
