মিল্টন সেন, হুগলি: পুলিশের চাকরির পরীক্ষা দিতে এসে ভুল স্টেশনে নেমে বিভ্রান্তি। পকেটে পয়সা না থাকায় ভাড়া দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি নজরে পড়ায় পুলিশের গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে পৌঁছে দিলেন চুঁচুড়া থানার সাব ইন্সপেক্টর। 


পূর্ব বর্ধমান থেকে চুঁচুড়ার সাহাগঞ্জে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দিতে এসেছিলেন সুরজ কুমার সাউ। তার পরীক্ষা কেন্দ্র ছিলো সাহাগঞ্জ শ্যামা প্রসাদ জাতীয় বিদ্যালয়ে। ব্যান্ডেলের বদলে ভুল করে চুঁচুড়া স্টেশনে নেমে পড়েছিলেন সুরজ। পকেটে পয়সা না থাকায় কিছুতেই আর পরীক্ষা কেন্দ্রে আর পৌঁছতে পারছিলেন না। চুঁচুড়া স্টেশনে কর্মরত পুলিশের গাড়ি দেখে সাহায্য চান সুরজ। বলেন, পকেটে টাকা পয়সা কিছুই নেই। ফলে ভাড়া দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর সামর্থ্য তাঁর নেই। সে পরীক্ষায় বসতে চায়। টোটো বা অন্য কিছু করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা করে দিতে। চুঁচুড়া স্টেশন থেকে সাহাগঞ্জ যেতে চায় সে। 


অবশেষে চুঁচুড়া থানার পুলিশ অফিসার সমীর কর্মকার পরীক্ষার্থীকে তার গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পুলিশের সাহায্যে পুলিশের চাকরির পরীক্ষায় বসতে পেরে খুশি পরীক্ষার্থী সুরজ। সময় মত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: নতুন প্রজন্মের ‘অদৃশ্য যুদ্ধবিমান’ আসছে ভারতে, এবার কী করবে প্রতিবেশী দেশ


পুলিশ সূত্রে জানা গেছে, চুঁচুড়া শহরে বেশ কয়েকটি স্কুলে এস আই-এর পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। সেখানে ভিন জেলা থেকে বহু পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেন। তাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর রয়েছে পুলিশের। পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল থেকেই বাইক ও গাড়ি করে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে টহল দিতে দেখা যায় পুলিশকে। 


পূর্ব বর্ধমানের শর্মা পাড়া কদমতলার বাসিন্দা সুরজ সাউ অভাবী তো বটেই। মেধাবী বটে। এদিন বর্ধমান স্টেশন থেকে ট্রেনে করে এসে চুঁচুড়ায় নামেন। শ্যামা প্রসাদ স্কুল যেখানে তার পরীক্ষার সিট পরে সেখানে যেতে ব্যান্ডেল স্টেশনে নামতে হয়।কিন্তু ভুল করে সে চুঁচুড়ায় পৌঁছে যান। তারপর পুলিশের সাহায্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিতে সক্ষম হন।