আজকাল ওয়েবডেস্ক: মদ্যপানের জন্য ৮০০ টাকা চাইছিল ভাই। দিদি রাজি না হওয়ায়, দিদির বাড়িই জ্বালিয়ে দিল সে, মারধর ভাগ্নীর স্বামীকেও। ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের হরিদাসপুর গ্রামে। গোকুল মাঝি তার দিদি ও জামাইবাবুর বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।
গোকুলের দিদির নাম কঙ্কাবতী খাঁড়া জামাইবাবুর নাম প্রতাপ খাঁড়া। প্রতাপ খাঁড়ার মেয়ে-জামাই ভাইফোঁটা উপলক্ষে তাঁর বাড়িতে এসেছিলেন। তাঁদের সামনেই মামা গোকুল আটশো টাকা চায়। গোকুলের দিদি টাকা দিতে অস্বীকার করলে তাঁকে গালিগালাজ সহ জোরপূর্বক টাকা চাইতে থাকে। এসবের বাধা দিতে যায় মেয়ে জামাই। উল্টে মায়ের হয়ে তাদেরকেও ৮০০ টাকা দিতে বলে মামা গোকুল। তাতেও টাকা দিতে অস্বীকার করলে গোকুল মাঝি রেগে গিয়ে মারধর শুরু করে, পরে কাটারি নিয়ে মারতে গেলে সবাই বাড়ি ছেড়ে চলে যায়|
অভিযোগ সকলের অনুপস্থিতির সময় গোকুল মাঝি আগুন লাগিয়ে দেয় দিদির বাড়িতে। প্রতিবেশীরাই খবর দেয় পুলিশে। পুলিশ এসে গোকুল মাঝিকে আটক করে ময়না থানায় নিয়ে যায়।
গোকুল মাঝির বিরুদ্ধে ময়না থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চিকিৎসকেরা বলছেন, চরম মাদকাসক্ত ব্যক্তিরা একটা সময় পর্যন্ত মাদক দব্য বা মদ না পেলে তারা পাগলামি করে, সে সময় যা খুশি করে ফেলতে পারে সে। এমনকি আত্মহত্যা বা খুন করতেও দ্বিধাবোধ করে না।
তবে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে গোকুলের বাড়ি দিদির বাড়ির পাশেই। টাকা পয়সা নিয়ে দীর্ঘদিনের ঝামেলা চলছিল। এবার ৮০০ টাকা চেয়েছিল। তবে মদ খাওয়ার জন্য টাকা চেয়েছিল কিনা তার তদন্ত চলছে। গোকুলের ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় লক্ষাদিক টাকার আসবাবপত্রসহ বেশ কিছু নগদ টাকা ও পুড়ে ছাই হয়েছে।
