আজকাল ওয়েবডেস্ক: সোনারপুরের স্কুলে বোমাতঙ্ক। একটি ইমেলকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়াল সোনারপুর থানা এলাকার একটি বেসরকারি স্কুলে। শুক্রবার সকালে স্কুল চলাকালীন ইমেল আসে স্কুলে। স্কুল সূত্রে খবর, স্কুলে বোমা আছে বলে লেখা ছিল ওই ইমেলে। খবর দেওয়া হয় পুলিশকে। প্রশাসনের নির্দেশে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। স্কুলের হস্টেল থেকেও পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। কোথা থেকে ইমেল এল, তা খতিয়ে দেখছে পুলিশ। 


জানা গেছে, ইমেল পাওয়ায় পরেই স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। পড়ুয়াদের মধ্যে যাতে আতঙ্ক না ছড়ায় সেই দিকেও নজর রাখা হয়েছিল। সমস্ত পড়ুয়া বেরিয়ে গেলে স্কুলে আসে পুলিশ। ইতিমধ্যেই স্কুলে হাজির হয়েছে বম্ব স্কোয়াডের সদস্যরা। শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ও অভিভাবকদের মধ্যে।