আজকাল ওয়েবডেস্ক: ডায়মন্ড হারবারে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালন বিজেপিরই কর্মী ও সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় আক্রান্ত  বিজেপি কর্মী সমর্থকদের দেখতে আসেন  সুকান্ত। তার কিছুটা আগেই সুকান্তর গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। 

ডায়মন্ড হারবারের সরিষায় যে  সুকান্ত আসছেন সে বিষয়ে আগাম খবর ছিল পুলিশের কাছে। নিরাপত্তার জন্য তারা পুরোমাত্রায় প্রস্তুতও ছিল। সূত্রের খবর, এদিন সুকান্ত মজুদারের কনভয় যখন সরিষার মধ্যে ঢোকে তখনই আচমকা বেশ কিছু লোকের একটা জমায়েত চলে আসে তাঁর গাড়ির কাছে। উঠতে তাকে 'গো-ব্যাক' স্লোগান। আন্দোলকারীদের দাবি ছিল তাঁরা বিজেপির কর্মী-সমর্থক। বিক্ষোভকারী এই বিজেপি কর্মীদের দাবি তৃণমূল থেকে এসে বিজেপিতে পদ পেয়ে দলকে পরিচালনা করছেন শুভেন্দু অধিকারী। কিন্তু দিলীপ ঘোষ এত বছর ধরে দলকে তিলে তিলে তৈরি করেছেন, সেই দিলীপ ঘোষকেই এখন বিজেপি প্রাক্তন করে দিয়েছে।

বিক্ষোভের জেরে সাময়িকভাবে থমকে যায় সুকান্তর কনভয়, যদিও পরে তিনি কর্মসূচির উদ্দেশে রওনা দেন। কিন্তু বৃহস্পতিবারের এই ঘটনাই যে আগামী কয়েক দিনের রাজনৈতিক উত্তাপে ইন্ধন জোগাবে, তা বলাই বাহুল্য। যদিও শেষপর্যন্ত আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন সুকান্ত। বিক্ষোভ প্রসঙ্গে তিনি জানান,"ডায়মন্ড হারবারে এর আগেও আমাকে আটকানোর চেষ্টা হয়েছে। তৃণমূলের রক্তচক্ষুতে ভয় পাই না। পরিকল্পিতভাবেই বিক্ষোভ দেখানো হয়েছে।" তাঁর অভিযোগ, "শাসকদলের মদতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এদের কী করে টাইট দিতে হয় আমাদের জানা আছে। সব ঠান্ডা হয়ে যাবে। আমরা জম্মু-কাশ্মীরকে ঠান্ডা করেছি তো ডায়মন্ড হারবার সেখানে কী!” অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর অভিযোগ উড়িয়ে শাসকদলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি বিজেপির গোষ্ঠী কোন্দল। এই বিষয়ে তৃণমূলের কোনো ভূমিকাই নেই।