আজকাল ওয়েবডেস্ক: প্রার্থী তালিকা ঘোষণার একদিন পরেই বড়সড় ধাক্কা বিজেপিতে। প্রার্থী হতে পারছেন না বলে জানিয়ে দিলেন আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে পবন সিং জানিয়েছেন, বিজেপির শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দল আমার উপর ভরসা করেছিল এবং আমাকে আসানসোল থেকে প্রার্থী করেছিল। কিন্তু বিশেষ কারণের জন্য আমি আসানসোল থেকে ভোটে দাঁড়াতে পারছি না।

?ref_src=twsrc%5Etfw">March 3, 2024

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন অভিষেক ব্যানার্জি। তিনি ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে। উল্লেখ্য, প্রার্থী হিসেবে পবন সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল। বলা হয়েছিল, ভোজপুরি সঙ্গীতশিল্পী নিজের গানে নীচু করে দেখিয়েছেন বাংলার নারীদের। এরপর বিতর্ক আরও বাড়ার আগেই প্রার্থী পদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন পবন।