আজকাল ওয়েবডেস্ক: মোদি-শাহদের নজরে বাংলা। বেশ কয়েকবার বঙ্গ সফরে এসে তা স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার কুর্সিতে বসেই বাংলা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। চলতি মাসের ২৭ ও ২৮ জানুয়ারি বাংলায় থাকবেন সর্বভারতীয় বিজেপি সভাপতি। ভোটমুখী পশ্চিমবঙ্গে নীতীনের এই সফর বেশ তাৎপর্যবাহী।
আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল চারটে নাগাদ অন্ডাল বিমানবন্দরে অবতরণ করবে নীতীন নবীনের বিমান। ওইদিনই সন্ধ্যা সাড়ে ছয়'টা থেকে সাড়ে সাত'টা পর্যন্ত বিজেপি সভাপতির দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে কমল মেলায় উপস্থিত থাকার কথা। এরপর তিনি ফিরে আসবে দুর্গাপুরের হোটেল ফরচুনে। সেখানেই হবে পদ্ম শিবিরের রাজ্য কোর কমিটির একটি বৈঠক। ওই বৈঠকের সভাপতিত্ব করবেন নীতীন নবীন।
২৮শে জানুয়ারি (বুধবার), নীতিন নবীন সকাল ন'টায় ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দিয়ে ওই দিনের কর্মসূচি শুরু করবেন। এরপর তিনি সকাল ১০.৪৫ থেকে দুপুর ১২.৪৫ পর্যন্ত পর্যন্ত দুর্গাপুর পূর্বের চিত্রালয় মেলা ময়দানে বর্ধমান বিভাগ কার্যকর্তা সম্মেলনে যোগ দেবেন।
বুধবার বিকেল দুপুর আড়াইটে থেকে পৌনে চারটে পর্যন্ত রানিগঞ্জে আসানসোল জেলা কার্যকর্তা সভায় অংশগ্রহণ করবেন।
বিজেপি সূত্রে খবর, নীতীন নবীনের এই সফরের উদ্দেশ্য হল দলের কার্যক্রমকে শক্তিশালী করা এবং এই অঞ্চলের কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময় করা। ২৮ জানুয়ারি সন্ধ্যায় তিনি অন্ডাল বিমানবন্দর থেকে রওনা হবেন।
আগামী এপ্রিল-মে মাসেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হবে। দামামা কার্যত বেজে গিয়েছে। এই প্রেক্ষিতে দায়িত্ব পেয়েই নীতীন নবীনের বঙ্গ সফরে রাজ্য বিজেপির বিভিন্ন চ্যালেঞ্জ কতটা মোকাবিলা সম্ভব তা নিয়ে কৌতূহল তীব্র হচ্ছে।
