আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের আগে পাহাড়ে বড়সড় রদবদল। রবিবার অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং। রবিবার কালিম্পং টাউন হলে প্রদেশ কংগ্রেস সভাপতির হাত থেকে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি। এরপর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে আসন্ন লোকসভায় তিনিই মুখ হতে পারেন কংগ্রেসের।
বিনয় তামাংয়ের পাশাপশি এদিন কংগ্রেসে যোগ দেন হরকা বাহাদুর ছেত্রীও। প্রসঙ্গত, এর আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিনয় তামাং। পরে সেখান থেকে সরে দাঁড়ান। রবিবার কংগ্রেসে যোগ দিয়ে রাজনৈতিক জীবনে নয়া ইনিংস শুরু করলেন তিনি।
বিনয় তামাংয়ের পাশাপশি এদিন কংগ্রেসে যোগ দেন হরকা বাহাদুর ছেত্রীও। প্রসঙ্গত, এর আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিনয় তামাং। পরে সেখান থেকে সরে দাঁড়ান। রবিবার কংগ্রেসে যোগ দিয়ে রাজনৈতিক জীবনে নয়া ইনিংস শুরু করলেন তিনি।
