আজকাল ওয়েবডেস্ক: স্কুল সার্ভিস কমিশন (SSC)-র নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আজ, সোমবার (২৪ নভেম্বর) সন্ধে ৬টার পর প্রকাশিত। কমিশনের ওয়েবসাইটে রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ফলাফল দেখা যাবে। দীর্ঘ প্রতীক্ষার পর এই ফল প্রকাশ ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে উত্তেজনা ছড়িয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে।
ইতিমধ্যেই একাদশ–দ্বাদশ স্তরের ফল প্রকাশ হলেও বহু পরীক্ষার্থী সেখানে ইন্টারভিউয়ের ডাক পাননি। ফলে নবম–দশমের ফল নিয়েই তাঁদের ভবিষ্যৎ নির্ভর করছে। আজকের ফলেই স্পষ্ট হবে, বহু চাকরিহারার শিক্ষকপদ ফের স্থায়ী হচ্ছে কি না।
বিপুল প্রতিযোগিতা
এ বছর নবম–দশম স্তরে ২৩,২১২টি শূন্যপদের জন্য পরীক্ষায় বসেছিলেন প্রায় ২ লক্ষ ৯৪ হাজার প্রার্থী। মোট ১১টি বিষয়ের উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হয়েছিল। কমিশন সূত্রে খবর, শূন্যপদের সংখ্যা কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে। তবে তা ইন্টারভিউ ও নথি যাচাইয়ের আগেই জানিয়ে দেওয়া হবে।
কীভাবে দেখবেন ফল
ফলাফল দেখতে প্রার্থীদের লগ ইন করতে হবে এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে। রোল নম্বর ও জন্মতারিখ ইনপুট দিয়েই দেখা যাবে ৬০ নম্বরের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর। ফল প্রকাশের পরেই কমিশন জানাবে, কারা ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পাবেন। উল্লেখ্য, এবার ১:৪ অনুপাত বাদ দিয়ে নতুন নিয়ম অনুযায়ী ১০০ শূন্যপদের জন্য ১৬০ জনকে ডাকা হবে। ফলে মোট ৩৫,৭২৬ শূন্যপদের জন্য প্রায় ৬০ হাজার প্রার্থী ইন্টারভিউয়ের সুযোগ পাবেন।
আগেই হয়েছিল একাদশ–দ্বাদশের ফল ঘোষণা
৭ ও ১৪ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় পরীক্ষা নেওয়ার পর গত ৭ নভেম্বর একাদশ–দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করে এসএসসি। কিন্তু বহু প্রার্থী সেখানে ডাক না পাওয়ায় নজর এখন নবম–দশমের দিকে।
কবে প্রকাশ হবে ইন্টারভিউ তালিকা?
ফলাফল আজ প্রকাশিত হলেও ইন্টারভিউয়ের ভেরিফিকেশনে ডাক পাওয়া প্রার্থীদের তালিকা পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে।
আজ সন্ধেয় প্রকাশিত ফলেই বহু পরীক্ষার্থীর চাকরির ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে। কমিশনের ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।
