আজকাল ওয়েবডেস্ক: বর্ষা বিদায় হয়েছে, হাওয়া অফিস তেমনটা বললেও আবহাওয়ার পূর্বাভাস বদলাচ্ছে দিনে দিনে। বর্ষা বিদায় নিলেও গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, এক নয়, একাধিক নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এসবের মাঝেই শিয়রে শমন ঘূর্ণিঝড় ডানা। 

 

কালীপুজোর আগেই ডানার দাপটে বদলে যাবে পরিস্থিতি। অক্টোবরের ২৩ থেকে ২৬ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলার জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি। নিষেধাজ্ঞা জারি সমুদ্রে যাওয়ায়। 

 

হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে অক্টোবরের শেষে এই ঘূর্ণিঝড় তৈরির লক্ষণ সুস্পষ্ট। রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। মঙ্গলবার পরিণত হবে নিম্নচাপে, শক্তি বাড়িতে তা প্রবেশ করবে স্থলভাগে। আঘাত হানতে পারে দেশের পূর্ব উপকূলে।

 

হাওয়া অফিস মনে করছে, ডানা ২৪ অক্টোবর পৌঁছে যাবে বাংলা ওড়িশা সংলগ্ন এলাকায়। যদিও ডানার ল্যান্ডফল বিষয়ে এখনও বিশদ তথ্য দেয়নি হাওয়া অফিস। মনে করা হচ্ছে ঘূর্ণিঝড়টির গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত। সমুদ্র উত্তাল হতে পারে এই আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, গত মে মাসে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় রেমাল। ল্যান্ডফলের সময় গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিমি। লন্ডভন্ড করে দিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন ও বাংলাদেশ এলাকা। রেমালের প্রভাবে কলকাতা ও শহরতলি এলাকায় অতিভারী বৃষ্টি হয়েছিল। এবার কালীপুজোর আগেই আসছে ‘‌ডানা’। ‌