আজকাল ওয়েবডেস্ক: গরুপাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত, আজই ছাড়া পাচ্ছেন জেল থেকে। আগামিকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাচ্ছেন বীরভূমে। ঠিক তার আগে ফের ব্যানার ও হোর্ডিংয়ে ফিরে এল অনুব্রত মণ্ডলের ছবি।
আগামিকাল বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বীরভূম জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামীকাল মুখ্যমন্ত্রী বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন প্রশাসনিক আধিকারিক, বিধায়ক, সভাধিপতি-সহ অন্যান্য কর্মকর্তারা। এই প্রশাসনিক বৈঠকে মূলত বীরভূম জেলার ক্ষয়ক্ষতি নিয়েই আলোচনা হবে বলে প্রশাসনিক তরফে জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে ইতিমধ্যেই যুদ্ধকালীন প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। বোলপুর শহর কার্যত মুখ্যমন্ত্রীর ব্যানারে ঘিরে ফেলা হয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে ফের ব্যানারে ফিরে এল অনুব্রত মণ্ডলের ছবি।
একসময় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন অনুষ্ঠানে তাঁর ছবি কার্যত সরে গিয়েছিল, সেই জায়গায় থাকত অন্যান্য তৃণমূল নেতৃত্বের ছবি।
উল্লেখ্য, অনুব্রত মণ্ডল দিল্লি আদালত থেকে জামিন পেয়েছেন এবং আজই সম্ভবত রাজ্যে ফিরে আসছেন। দীর্ঘ দু’ বছর জেলে থাকার কারণে বীরভূম জেলার রাজনীতিতে বিপুল পরিবর্তন ঘটেছে। এমনকি বিভিন্ন ব্যানার ও হোর্ডিং থেকেও সরে গিয়েছিল তাঁর ছবি। আর একদিকে মুখ্যমন্ত্রী আসছেন, অন্যদিকে অনুব্রত মণ্ডল দিল্লির জেল থেকে জামিন নিয়ে ফিরছেন, তার মধ্যেই ব্যানার ও হোর্ডিংয়ে ফিরে এলো তাঁর ছবি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে, বোলপুর-শান্তিনিকেতনের বিভিন্ন প্রান্তে অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া হোর্ডিং পড়েছে।
তবে মুখ্যমন্ত্রীর বীরভূমে আসা এবং অনুব্রত মণ্ডলের ফিরে আসা, এই দুই ঘটনা বীরভূম জেলার রাজনৈতিক তাৎপর্য কতটা বৃদ্ধি করবে, তা অবশ্যই দেখার বিষয়।
বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ জানিয়েছেন,’ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন এবং করবেন প্রশাসনিক বৈঠক। বীরভূম জেলার প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ ইতিমধ্যে গৃহহীন হয়েছে এই বন্যার কারণে। সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী ।‘
