অতীশ সেন, ডুয়ার্স: জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের কারবালা চা বাগানের ডিভিশনের ৬/৩৫ নম্বর সেকশান থেকে একটি হাতির বাচ্চার পচাগলা দেহ উদ্ধার হল। শনিবার দুপুরে চা বাগানের পাতা তোলার কাজ করার সময় শ্রমিকেরা পচা গন্ধ পান। গন্ধের উৎস সন্ধান করতে গিয়ে তারা দেখতে পান বাগানের মাঝে একটি হাতির শাবকের পচাগলা দেহ পড়ে রয়েছে। শ্রমিকদের থেকে খবর পেয়ে বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড এবং বানারহাট রেঞ্জের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। দেহটির পচন দেখে অনুমান করা হচ্ছে অন্তত ৫ দিন আগে শাবকটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলের আশেপাশে এখনো হাতির একটি দল অবস্থান করছে। সন্ধ্যা নাগাদ বনকর্মীরা দেহটি ঘটনাস্থলে দাহ করে দেন বলে জানা গিয়েছে। 

 

কারবালা চা বাগানের বাসিন্দা সুজয় মুন্ডা জানান, গত এক সপ্তাহ ধরেই চা বাগানের এই এলাকায় হাতির একটি দল ডেরা গেড়েছিল। জায়গাটির পাশেই রয়েছে রেতির জঙ্গল। শাবকটির কোনও ভাবে মৃত্যু হওয়ার পর দলটি দেহটি ছেড়ে যেতে চাইছিল না। সেই কারণেই হাতিগুলি ওই একাকায় ঘোরাঘুরি করছিল। স্থানীয় বাসিন্দা বন্ধন কুজুর জানান চা বাগানের নিকাশি নালা পেরোনোর সময় সেখানে বেকায়দায় পড়ে গিয়েও শাবকটির মৃত্যু হতে পারে। পরে হাতির দল মৃতদেহটি সেখান থেকে টেনে উঠিয়ে কাছেই রেখে দিয়েছিল বলে মনে হচ্ছে। দেহটি পচে গিয়ে হাড়গোড় বেড়িয়ে গিয়েছে। বনকর্মীরা সন্ধ্যায় দেহটি দাহ করে দেন।

 

বনদপ্তরের বানারহাট রেঞ্জের রেঞ্জার পৌলমি দে বলেন, শাবকটি সদ্যোজাত। কীভাবে সেটির মৃত্যু হয়েছে তা বলা সম্ভব হচ্ছে না। বনদপ্তরের চিকিৎসক তা বলতে পারবেন। দেহটি ঘটনাস্থলে দাহ করা হয়েছে।