আজকাল ওয়েবডেস্ক: কোনও উৎসব নেই, নেই বিশেষ ছুটির দিনও। তবুও দক্ষিণ ২৪ পরগণার দক্ষিণ বারাসাতে উপচে পড়া ভিড়। কারণ একটাই—টাকা ছাড়াই মিলছে প্রয়োজনীয় পোশাক। মানবিক উদ্যোগে জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসতে বসেছে এক অভিনব বিনা পয়সার হাট। যা ইতিমধ্যেই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে।

স্থানীয় কয়েকজন যুবকের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত এই হাটে নেই কোনও বিক্রেতা বা দামাদামি। এখানে শুধু দেওয়া আর নেওয়ার সম্পর্ক। ছোট থেকে বড়, নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্যই রয়েছে পোশাকের সম্ভার। শাড়ি, সালোয়ার-কামিজ, ধুতি, পাঞ্জাবি, ফ্রক, শার্ট, প্যান্ট, গেঞ্জি—সবই সাজানো রয়েছে সুন্দরভাবে। শীতের মরশুম হওয়ায় জ্যাকেট, সোয়েটার ও গরম কাপড়ের চাহিদাও বেশি, আর সেগুলিও মিলছে পর্যাপ্ত পরিমাণে।

খবর ছড়িয়ে পড়তেই শুধু দক্ষিণ বারাসাত নয়, আশপাশের বিভিন্ন গ্রাম ও এলাকা থেকেও মানুষ ভিড় জমাচ্ছেন এই হাটে। প্রত্যেকে নিজের প্রয়োজন ও মাপ অনুযায়ী পোশাক বেছে নিচ্ছেন। আয়োজকদের দাবি, কেউই খালি হাতে ফিরছেন না। অনেকের মুখে দেখা যাচ্ছে স্বস্তির হাসি—যা এই উদ্যোগের সার্থকতাকেই তুলে ধরছে।

উদ্যোগের সঙ্গে যুক্ত এক যুবক জানান, “গত কয়েক মাস ধরে আমরা পরিকল্পনা করছিলাম কীভাবে সমাজের জন্য কিছু করা যায়। তখনই এই বিনা পয়সার হাটের ভাবনা আসে। চিকিৎসক, শিক্ষক থেকে শুরু করে বহু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের সহযোগিতাতেই এত বড় আয়োজন সম্ভব হয়েছে।”

টানা তিন দিন ধরে চলছে এই হাট। এই কয়েক দিনে কয়েক হাজার মানুষ প্রয়োজনীয় পোশাক সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে। আয়োজকদের মতে, মানুষের সাড়া তাঁদের প্রত্যাশার থেকেও বেশি। ভবিষ্যতে পোশাকের পাশাপাশি বই, খেলনা বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়েও একই ধরনের উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা চলছে।এই হাটের মূল বার্তা স্পষ্ট—“আপনার যাহা অপ্রয়োজনীয়, অন্যের কাছে তাহাই অমূল্য।”অব্যবহৃত পোশাক বা সামগ্রী ফেলে না দিয়ে তা সংগ্রহ করে এনে দিলে, যাঁদের প্রয়োজন তাঁরা সেখান থেকে নিয়ে যেতে পারবেন। এই মানবিক ভাবনাকেই বাস্তবে রূপ দিয়েছে দক্ষিণ বারাসতের এই ব্যতিক্রমী উদ্যোগ।মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ইতিমধ্যেই নজর কেড়েছে এই বিনা পয়সার হাট।