আজকাল ওয়েবডেস্ক: অনুব্রত মণ্ডলের ডাক পেলেন বোলপুরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মঙ্গলবার দেখা করতে গিয়ে দরজা থেকেই ফিরে যেতে হয়েছিল তাঁকে এবং সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে। বুধবার অনুব্রতর তরফে তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে বীরভূম তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
এ বিষয়ে সরাসরি কিছু না বললেও চন্দ্রনাথ সিনহা বলেন, 'হ্যাঁ, আজ আমি যাব। দলীয় অফিসে তো যেতেই হবে।' জানা গিয়েছে, এদিন বিকেল পাঁচটায় বোলপুরের তৃণমূল কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করবেন অনুব্রত। যদিও সিউড়ির বিধায়ককে ডাকা হয়েছে কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
বীরভূমে বাম বিরোধী রাজনীতিতে অনুব্রত ও চন্দ্রনাথ যথেষ্টই পুরনো জুটি। জেলা রাজনীতিতে অনুব্রতর বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের শরিক তিনি। জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গরু পাচার মামলায় অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর দু'জনের সম্পর্কে কিছুটা ফাটল ধরে।
যার প্রমাণ পাওয়া যায় মঙ্গলবার অনুব্রতর বাড়ি ফেরার পর। দরজা পর্যন্ত গিয়েও অনুব্রতর ঘরে ঢুকতে পারেননি চন্দ্রনাথ। জানা গিয়েছে, কিছুটা মান অভিমান থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। সূত্র অনুযায়ী খবর, চন্দ্রনাথ নিজেও অনুব্রতর এই ব্যবহারে অপমানিত বোধ করার পাশাপাশি দুঃখ পান। ঘনিষ্ঠ মহলে সে কথা গোপন করেননি বলেও খবর। কিছুটা বিমর্ষ হয়ে পড়েন তিনি।
কিন্তু বুধবার ফের অনুব্রতর ডাক আসার পরেই তিনি আবার আগের মেজাজে ফিরে আসেন। এখন দেখার বিষয় দু'জনের মধ্যে কী কী কথা হয়। অন্যদিকে এদিন অনুব্রতর সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর জ্যোতিষী সুজিত দে। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।
