আজকাল ওয়েবডেস্ক: সোমে জেলমুক্তি অনুব্রত মণ্ডলের। ফিরবেন নিজের বাড়ি বীরভূমে। খবর ছড়িয়েছিল আগেই। অবশেষে নিজের নিচুপট্টির বাড়িতে ফিরছেন কেষ্ট। সঙ্গে ফিরবেন মেয়ে সুকন্যাও। বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ফেরায় উৎসবের মেজাজ জেলা জুড়ে।
২০২২ এর ১১ আগস্ট গরুপাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত। নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথমে আসানসোল, পড়ে তিহারে নিয়ে যাওয়া হয় তাঁকে। গ্রেপ্তার করা হয় তাঁর মেয়ে সুকন্যাকেও।
মেয়ে সুকন্যা জামিন পেয়েছিলেন ১০ সেপ্টেম্বর, ২০২৪। আর বাবা জামিন পেলেন ২০ সেপ্টেম্বরে। গ্রেপ্তার হওয়ার দু'বছরেরও বেশি সময় কাটিয়েছেন জেলে। প্রথমে সিবিআইয়ের দায়ের করা মামলায় অনুব্রত জামিন পান গত ৩০ জুলাই। সেটা ছিল গরু পাচার মামলা। তবে তখনও ইডির মামলা চলছিল দিল্লি হাইকোর্টে। হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল ইডি। সেই মামলাতেও পেলেন জামিন। গত ২০ সেপ্টেম্বর ১০ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে।
তৃণমূল নেতার জেলমুক্তির খবর ছড়াতেই প্রিয় নেতার বাড়িতে সাজসাজ রব। বাড়ির বাগান পরিষ্কার করতে দেখা যায় একদল কর্মীকে। নতুন করে দেওয়ালে রঙ করা শুরু হয় বোলপুরের নিচুপট্টির বাড়িতে। বীরভূমের অলিগলিতে উৎসবের মেজাজ, কোনও এলাকায় মিষ্টি মুখ করতে দেখা যাচ্ছে তো কোথাও পাত পেরে মাংস ভাত খাওয়ানোর ছবি সামনে এসেছে।
প্রসঙ্গত, মেয়ের জামিনের ১০ দিনের মাথায় জামিন পান অনুব্রত। পুজোর আগেই তিনি নিজের ডেরায় ফিরবেন জানা গিয়েছিল আগেই। অবশেষে সোমবার তিনি ছাড়া পাচ্ছেন তিহার জেল থেকে। মেয়ে সুকন্যা আগে ছাড়া পেলেও বোলপুরের বাড়িতে ফেরেননি তিনি। বাবা-মেয়ে এবার একসঙ্গে রওনা দেবেন বলেই জানা গিয়েছে। তবে তিহার জেল থেকে বেরোতে বিকেল হয়ে যাওয়ার কথা অনুব্রতের। তারপরই রওনা দেবেন বাড়ির উদ্দেশ্যে।
সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান যাচ্ছেন বন্যাপ্লাবিত এলাকায় ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে। সেখানে প্রশাসনের সব দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর। মঙ্গলবার প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে বীরভূমে। কেষ্ট ফেরার পরে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বোলপুর যেতে পারেন তৃণমূল নেতার সঙ্গে দেখা করতে।
