আজকাল ওয়েবডেস্ক: দেওয়াল থেকে সরে গেল কোর কমিটির সদস্যদের ছবি। বোলপুর তৃণমূলের কার্যালয় হয়ে উঠল পুরোটাই অনুব্রতময়। দেওয়াল জুড়ে শুধুই মমতা ব্যানার্জির ছবির সঙ্গে অনুব্রত অথবা শুধুই অনুব্রতর ছবি। 

 

 

বুধবার সকাল থেকেই এই দলীয় কার্যালয়ে শুরু হয় ঝাড়পোছ। রঙের পোঁচ পড়তে থাকে দেওয়ালে। দলীয় সূত্রে খবর এ দিন বিকেলে দলীয় কাজ শুরু করতে পারেন অনুব্রত। করতে পারেন জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক। যদিও বীরভূমের একাধিক সিনিয়র তৃণমূল নেতারা জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁদের সঙ্গে কোনও বৈঠকের কথা জানা নেই। 

 

 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর জেলায় দলীয় কাজকর্ম সামাল দিতে রাজ্য তৃণমূলের পক্ষ থেকে গড়ে দেওয়া হয়েছিল কোর কমিটি। সেই কমিটির আহ্বায়ক ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। মঙ্গলবার অনুব্রত বোলপুরে তাঁর বাড়িতে আসার পর যখন বিকাশ ও বোলপুরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা অনুব্রতর বাড়ি যান। কিন্তু দরজার সামনে থেকেই তাঁদের ফিরে আসতে হয়। দুই নেতার সঙ্গে দেখা করেননি অনুব্রত। অফিসে পৌঁছেও দেখা করতে পারেননি জেলার সাংসদ অসিত মাল। 

 

 

কেন দেখা করেননি অনুব্রত? সেই জল্পনার রেশ কাটতে না কাটতেই এ দিন তাঁর কার্যালয়ের দেওয়াল থেকে সরে গেল জেলায় দলের কোর কমিটির সদস্যদের ছবি। তার বদলে দেওয়ালে এখন শুধুই মমতা ও অনুব্রতর ছবি। স্বাভাবিকভাবেই লালমাটির বীরভূমে এখন এই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিয়েছে, জেলার রাজনীতি কোন পথে বা ভবিষ্যতে কারা হতে চলেছেন অনুব্রতর কাছের লোক?