আজকাল ওয়েবডেস্ক: পুলিশের হাত ছাড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা বন্দির। তাড়া করে ফের তাকে পাকড়াও করল পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে নদীয়ায়। অভিযুক্ত মানিক শীল ওরফে রাজা'কে শুক্রবার কৃষ্ণনগর আদালতে পেশ করার সময় সে কর্তব্যরত পুলিশের হাতে কামড় দিয়ে পালাতে চেষ্টা করে বলে অভিযোগ। কিছুটা দৌড়ে তাকে ধরে পুলিশ। এবিষয়ে কৃষ্ণনগর ফৌজদারি আদালতের ল'ক্লার্ক কমিটির সম্পাদক শতদল দত্ত বলেন, ওই বন্দি পুলিশের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে সবাই মিলে তাড়া করে একটি নার্সিং হোম-এর কাছ থেকে ধরা হয়।

 

আইনজীবীদের কথায়, থানা বা জেল হেফাজত থেকে  বিচারাধীন বন্দিকে হাতকড়া বা কোমড়ে দড়ি পরিয়ে নিয়ে আসা বা যাওয়া আইন ও মানবতাবিরোধী। সাধারণ বন্দি হলে বেশিরভাগ সময়ই তাকে হাত ধরে বা পুলিশি ঘেরাটোপে নিয়ে যাওয়া হয়। দাগীদের ক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়। সেক্ষেত্রে আগে-পিছে সশস্ত্র পুলিশ থাকে। এদিন ওই বন্দিকে আদালতে নিয়ে এসে যখন এজলাসের দিকে নিয়ে যাওয়া  হচ্ছিল তখন আচমকাই তার সঙ্গে থাকা পুলিশকর্মীর হাতে কামড় দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। যদিও কামড় দেওয়ার বিষয়টি নিয়ে পুলিশ কিছু বলতে চায়নি। ঘটনার আকস্মিকতায় প্রথমে হকচকিয়ে গেলেও দ্রুত তাকে ধাওয়া করে পুলিশ ও অন্যরা। শেষপর্যন্ত ধরা পড়ে সে। ধৃতের বিরুদ্ধে মারামারি-সহ একাধিক অভিযোগ জমা আছে পুলিশের খাতায়।