মিল্টন সেন, হুগলি : ভার্চুয়াল মাধ্যমে অমৃত ভারত স্টেশন যোজনা প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ব্যান্ডেলে অনুষ্ঠিত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন শরৎ চন্দ্র রেল ইন্সটিটিউটে আয়োজন করা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানের। তৈরি করা হয় অনুষ্ঠান মঞ্চ। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্পচার করার লক্ষ্যে স্টেশন চত্বরে লাগানো হয়েছিল একাধিক জায়ান্ট স্ক্রিন। রাজ্যপাল আসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অনুষ্ঠান সংলগ্ন এলাকায় ছিল চন্দননগর কমিশনারেটের করা পুলিশি ব্যাবস্থা। স্টেশন এবং সংলগ্ন এলাকায় ছিল পর্যাপ্ত রেল পুলিশ। স্পেশাল ট্রেনে হাওড়া থেকে ব্যান্ডেল স্টেশন পৌঁছে, সেখান থেকে পায়ে হেঁটে ১১টা নাগাদ রাজ্যপাল পৌছন অনুষ্ঠান মঞ্চে। শুরুতেই রেল পুলিশ ব্যান্ডের মাধ্যমে জাতীয় সংগীতের সুরে রাজ্যপালকে সংর্বধনা জানানো হয়। স্বাগত ভাষণ পরিবেশন করেন জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মিলিন্দ কে দেউস্কর। তারপরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রেল সূত্রে জনা গেছে, অমৃত ভারত প্রকল্পের অধীন জেলায় ব্যান্ডেল, চন্দননগর এবং ডানকুনি রেল স্টেশনের পরিকাঠামো বদল করা হবে। জেলায় তিন স্টেশনের পরিকাঠামো উন্নয়নে খরচ হবে ৩৪০.৪ কোটি টাকা। জানা গেছে, এই প্রকল্পের অধীন রাজ্যে মোট ১৭টি স্টেশনের পরিকাঠামো বদল হবে। একইসঙ্গে তৈরি হবে ৫৫৩টি স্টেশনে রোড ওভার ব্রীজ ও আন্ডারপাস। বর্তমানে রাজ্যে মোট ৪১০০ কোটি টাকা ব্যয়ে ৯ টি প্রকল্পের কাজ চলছে। রাজ্যের চার রেল স্টেশন হাওড়া, আসানসোল, ব্যান্ডেল এবং কলকাতা টার্মিনালকে বিশ্বমানের গড়ে তুলতে ১৩,৮১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন একসঙ্গে দেশের ২১৩৯ টি স্টেশনে এই অনুষ্ঠান হয়। জানা গেছে শুধুমাত্র ব্যান্ডেল স্টেশনকে বিশ্বমানের করে তুলতে খরচ বাবদ ৩০৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিশ্বমানের অত্যাধুনিক স্টেশনে উন্নীত করা হবে ব্যান্ডেল স্টেশনকে। সম্প্রতি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় নন ইন্টারলকিং এর কাজ সম্পন্ন হয়েছে ব্যান্ডেলে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মিলিন্দ কে দেউস্কর, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমার, সিনিয়র ডিসিএম রাহুল রঞ্জন সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
ছবি: পার্থ রাহা
ছবি: পার্থ রাহা
