আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় ভেঙে পড়ল একটি বাড়ির একাংশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত সলুয়া -আকুন্দবেড়িয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার সন্ধ্যের কিছু আগে হঠাৎই গ্রামবাসীরা একের পর এক বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান। ঘটনায় আতঙ্কিত হয়ে কয়েকজন রাস্তাতেও বেড়িয়ে আসেন। তাঁরা দেখতে পান ওই গ্রামেরই বাসিন্দা কায়ুম শেখ নামে এক ব্যক্তির বাড়ির শৌচাগার বোমা বিস্ফোরণের অভিঘাতে সম্পূর্ণ ভেঙে পড়েছে। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোমা বিস্ফোরণের ঘটনার সময় কায়ুম শেখের বাড়িতে কেউ ছিল না। তার ফলে এই ঘটনায় ওই ব্যক্তির পরিবারের কেউ হতাহত হয়নি।
আলাল শেখ নামে ওই গ্রামের এক বাসিন্দা জানান, 'এদিন বিকেল নাগাদ আমাদের এলাকায় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সেই সময় আমরা প্রচন্ড শব্দ শুনতে পাই। প্রথমে আমরা মনে করেছিলাম কোনও বাড়িতে হয়তো বাজ পড়েছে। কিছুক্ষণ পর আমরা জানতে পারি গ্রামেরই বাসিন্দা কায়ুম শেখ নামে এক ব্যক্তির বাড়িতে একাধিক বোমা বিস্ফোরণ হয়েছে এবং তার অভিঘাতে ওই ব্যক্তির বাড়ির শৌচাগারটি পুরোপুরি ধ্বসে পড়েছে।'
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, কায়ুম শেখ নামে ওই ব্যক্তি বর্তমানে বিদেশে এবং ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে গিয়ে কাজ দেওয়ার ব্যবস্থা করে থাকেন। যদিও ওই ব্যক্তি আগে বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে গ্রামবাসীদের অভিযোগ। নাম না প্রকাশের শর্তে কয়েকজন গ্রামবাসী জানান, কায়ুমের বাড়িতে কমপক্ষে দু'টি শৌচাগার রয়েছে। বাড়ির পিছনের দিকের একটি অংশে যে শৌচাগারটি রয়েছে সেটি তারা বর্তমানে ব্যবহার করেন না। গ্রামবাসীদের অভিযোগ পরিত্যক্ত শৌচাগারটিতেই কায়ুমের পরিবার বা অন্য কেউ দেশি বোমা মজুত করে রেখেছিল।
আরও পড়ুন- জরায়ু মুখের ক্যানসার রুখতে টিকা, বিনামূল্যে ছাত্রীদের দিতে উদ্যোগী হল পান্ডুয়ার স্কুল
সূত্রের খবর, মঙ্গলবার বিকাল নাগাদ যখন প্রচন্ড বৃষ্টি পড়ছিল সেই সময় কেউ বা কারা গোপনে ঐ শৌচাগার থেকে বোমাগুলো সরাতে যান। সেই সময় অসাবধানতায় বেশ কয়েকটি বোমা ফেটে গিয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। তবে বোমা বিস্ফোরণের ঘটনার পর ওই এলাকায় কোনও আহত ব্যক্তিকে কেউ খুঁজে পায়নি বলে গ্রামবাসীরা জানিয়েছেন।
বোমা বিস্ফোরণের ঘটনার পর থেকেই কায়ুমের বাড়িতে তালা লাগানো রয়েছে। তবে অনেক গ্রামবাসী আবার দাবী করেছেন কায়ুমের বাড়িতে গত কয়েকদিন ধরেই কেউ নেই। তাঁদের অনুমান কায়ুমের বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে হয়তো স্থানীয় কিছু দুষ্কৃতী প্রতিহিংসাবশতঃ তাঁর বাড়ির শৌচাগারে বোমাগুলো রেখে গিয়েছিল।
অন্যদিকে বোমা বিস্ফোরণের ঘটনার খবর পাওয়ার পরই হরিহরপাড়া থানার পুলিশ ওই এলাকায় পৌঁছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশ ওই এলাকা থেকে ফেটে যাওয়া বোমার বেশ কিছু নমুনাও সংগ্রহ করেছে।
হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ বলেন ,'আমরা দাবি রাখছি বোমা মজুত বা বিস্ফোরণের ঘটনার সঙ্গে যারা জড়িত পুলিশ তাদের দ্রুত গ্রেপ্তার করুক।
