মিল্টন সেন, হুগলি : মুখে কথা না ফুটলেও আই কিউ টেস্ট সেরার শিরোপা। বয়স দুবছর পার না হওয়ার আগেই পান্ডুয়ার আহান ইসলামের নাম উঠলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। যখন বছর খানেকের ছিল আহান, তখন থেকেই তার ছবির বই দেখা শুরু হয়েছিল। ধীরে ধীরে মাছ, ফল, ফুল ইত্যাদি চিনতে শেখে। ছেলের আগ্রহ দেখে অ্যাকোয়ারিয়াম কিনে তাতে রঙিন মাছ রাখার ব্যাবস্থা করেন বাবা আজহারুল ইসলাম মোল্লা। সেই অ্যাকোরিয়াম দেখে ছেলের মাছ চেনার আগ্রহ বাড়ে। পাশাপাশি সে শিখতে থাকে ফল, ফুল এবং বিভিন্ন দেশের পতাকা চিনতে। একইসঙ্গে বিভিন্ন গ্রহের নাম অনায়াসেই বলে দিতে পারে আহান। ক্রমেই প্রকাশ্যে আসে ছেলের এই আই কিউ। তাই দেখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আহানের নাম নথিভুক্ত করেন তার মা অঙ্কিতা নাথ। অঙ্কিতা জানান, গত সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আবেদন করা হয়। তারপর আহানের আই কিউ টেস্টের ভিডিও পাঠানো হয় সেখানে। দিন পাঁচেক পরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে জানানো হয় আই কিউ টেস্টে পাশ করেছে আহান। গত সোমবার শংসাপত্র ও মেডেল পৌঁছেছে আহানের পান্ডুয়ার জয়পুর রোডের বাড়িতে। তাঁর কীর্তি দেশে স্বীকৃত হওয়ায় খুবই খুশি তার পরিবার।
