আজকাল ওয়েবডেস্ক: পাহাড়ে ঘুরতে কে না ভালোবাসেন। তবে পাহাড়ে ঘুরতে যাওয়ার পাশাপাশি যদি একটি অ্যাডভেঞ্চার হয় তবে তো কোনও কথাই নেই।শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে রোহিণীতে রয়েছে এই অ্যাডভেঞ্চার হাব। শিলিগুড়ি থেকে মাত্র ২০ কিমি দূরত্বে এই ঠিকানা, যেখানে রয়েছে বিভিন্ন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার।
পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে ও তাঁদের বিভিন্ন অ্যাডভেঞ্চারের আনন্দ দিতে রোহিনী প্যারাগ্লাইডিং ও অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই হাব তৈরি করা হয়েছে। জনপ্রিয় এটিভি গাড়ি করে অফ রোডিং করার সুযোগ রয়েছে। পাশাপাশি আছে ওয়াটারফল ট্রেকিং, লাঞ্চ ইন জঙ্গল, তাঁবু খাটিয়ে ক্যাম্পিং এবং প্যারাগ্লাইন্ডিংয়ের ব্যবস্থা। অভিজ্ঞ গাইডের সঙ্গে এই অ্যাডভেঞ্চার গুলি উপভোগ করতে পারবেন এবার থেকে।
অ্যাসোসিয়েশনের তরফে শুভম গুরগিং জানান, পর্যটকদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা পাহাড়ে ঘোরার পাশাপাশি অ্যাডভেঞ্চার করতে আগ্রহী। যার কারণে এই হাব। পর্যটকদের মূল আকর্ষণ এটিভি গাড়ি করে অফ রোডিং করা। পাশাপাশি জিপলাইনের কাজ শুরু হয়েছে।কিছুদিন পর থেকে চালু হয়ে যাবে বলে জানান অন্যতম সদস্য প্রমোদ তামাং। পর্যটকদের সাদর আমন্ত্রণ জানান তাঁরা।
এই অ্যাডভেঞ্চার হাব যেতে হলে শিলিগুড়ি অথবা এনজেপি থেকে জনপ্রতি ৫০-১০০ টাকায় শেয়ার কারে কার্সিয়াং রোড ধরে যেতে হবে রোহিনী। সেখানেই কিছুটা হাঁটা পথে রয়েছে এই অ্যাডভেঞ্চার হাব। ৫০ টাকা জনপ্রতি ওয়াটারফল ট্রেকিং থেকে ৩০০ টাকা জনপ্রতির বিনিময়ে করতে পারবেন এটিভি গাড়ি করে অফ রোডিং। ৫০০ টাকা প্লেট প্রতি হিসেবে জঙ্গলে লাঞ্চ করার ব্যবস্থা রয়েছে। তাবু খাটিয়ে ক্যাম্পিং এবং ৩৫০০ টাকায় করানো হয় প্যারাগ্লাইডিং।
